‘নৈতিকতা এবং মূল্যবোধ’ বিষয়টি ছিল এবারের পরীক্ষার জন্য নতুন একটি বিষয়। সবাই এটি নিয়ে হিমশিম খেয়েছে। বাজারের বিভিন্ন বই পড়েও লাভ হয়নি শিক্ষার্থীদের। তবে ‘বিসিএস প্রিলিমিনারি প্রিফেস’ নামে দিকদর্শন প্রকাশনীর বইটি থেকে এ বিষয়ে সাতটি প্রশ্ন সরাসরি কমন পড়েছে। এছাড়াও একটি মিল রয়েছে এ বইটির সাথে। বইটিতে মডেল টেস্ট যেভাবে সাজানো হয়েছে পরীক্ষার প্রশ্নও অনেকটা সেভাবে হয়েছে। বইটিতে ‘নৈতিকতা ও মূল্যবোধের’ প্রশ্ন রয়েছে ১৯১ নং প্রশ্ন থেকে ২০০ নং প্রশ্ন পর্যন্ত। পরীক্ষাতেও সেভাবে এসেছে। পরীক্ষার ১৯১ নং প্রশ্নটি ‘প্রিফেস’ বইটিতে ২নং মডেল টেস্টে রয়েছে। ১৯৩ নং প্রশ্নটি রয়েছে মডেল টেস্টের ১ নং এ। ১৯৪ নং প্রশ্নটি রয়েছে ২ নং মডেল টেস্টে। ১৯৫ নং প্রশ্নটি রয়েছে ১ নং মডেল টেস্টে। ১৯৭ নং প্রশ্নটি রয়েছে ২৩নং মডেল টেস্টে। ১৯৯ নং প্রশ্নটি রয়েছে ১ নং মডেল টেস্টে। ২০০ নং প্রশ্নটি রয়েছে ১৯ নং মডেল টেস্টে। এছাড়া প্রতিটি মডেল টেস্টিই অনুরূপ প্রশ্ন রয়েছে।
** পূর্ণাঙ্গ পরিসংখ্যানটি আগামীকাল দেওয়া হবে।