প্রশ্ন: প্রোটিন পরিপাক শুরু হয়–
উত্তর: মুখে
প্রশ্ন: কৃত্রিম জীন আবিস্কার করেন–
উত্তর: হরগোবিন্দ খোরানা
প্রশ্ন: অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন?
উত্তর: ক্যালসিয়াম
প্রশ্ন: কোন প্রাণীটি মেরুদণ্ডহীন প্রাণী?
উত্তর: কেঁচো
প্রশ্ন: রক্ত জমাট বাঁধনে কোন ধাতুর আয়ন সাহায্য করে?
উত্তর: ক্যালসিয়াম
প্রশ্ন: সাদা রক্ত বা বর্ণহীন বিশিষ্ট প্রাণী–
উত্তর: তেলাপোকা
প্রশ্ন: মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ–
উত্তর: ত্বক
প্রশ্ন: অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি?
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস
প্রশ্ন: বিপাকীয় ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কি বলে?
উত্তর: রেচন
প্রশ্ন: হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ কি?
উত্তর: ভাইরাস
প্রশ্ন: মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে?
উত্তর: ৪%
প্রশ্ন: ভিটামিন ডি-এর অভাবে কোন রোগ হয়?
উত্তর: স্কার্ভি
প্রশ্ন: মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
উত্তর: যকৃত
প্রশ্ন: শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো–
উত্তর: দেহের ভারসাম্য রক্ষা করা
প্রশ্ন: দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
উত্তর: রক্ত চলাচলের জন্য
প্রশ্ন: কোনটির মাধ্যমে পেশীগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে?
উত্তর: লিগামেন্ট
প্রশ্ন: কোনটি হৃদরেগের কারণ?
উত্তর: ধূমপান
প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন কে
প্রশ্ন: কোনটি দেহকোষ নয়?
উত্তর: শুক্রাণু
প্রশ্ন: কোন রক্তের গ্র“পকে ‘সর্বজনীন দাতা’ (Universal Donar) বলা হয়?
উত্তর: গ্র“প-O
প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
উত্তর: অ্যাডরেনালিন
প্রশ্ন: রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর: ভিটামিন এ
প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা
প্রশ্ন: আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে–
উত্তর: অক্সিজেন ও গ্লুকোজ
প্রশ্ন: মাছ অক্সিজেন নেয়–
উত্তর: পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
প্রশ্ন: মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায়?
উত্তর: ফুলকার সাহায্যে
প্রশ্ন: মানুষের দেহকোষে কয় জোড়া ক্রোমোজোম থাকে?
উত্তর: ২৩ জোড়া
প্রশ্ন: ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
উত্তর: অগ্ন্যাশয়
প্রশ্ন: এইডস (AIDS) একটি–
উত্তর: ভাইরাস ঘটিত রোগ
প্রশ্ন: ফিতা কৃমি কি ধরনের প্রাণী?
উত্তর: অন্তঃপরজীবী
প্রশ্ন: পূর্ণাঙ্গ ব্যাং শ্বাসকার্য চালায়–
উত্তর: ক ও খ উভয়টিই ঠিক
প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে বুঝায়–
উত্তর: হৃৎপিণ্ডের সংকোচন চাপ
প্রশ্ন: নখ বা চুল কাটলে আমরা ব্যথা পাই না, কারণ–
উত্তর: এদের মধ্যে স্নায়ু নেই
প্রশ্ন: দাড়ি গোঁফ গজায়–
উত্তর: টেসটোস্টেরন হরমোনের জন্য
প্রশ্ন: নিচের কোনটি জিহ্বার সাহায্যে শোনে?
উত্তর: সাপ
প্রশ্ন: মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তর: মেলানিন
প্রশ্ন: রক্তনালীতে রক্ত জমাট বা বাঁধার জন্য দায়ী কোনটি?
উত্তর: পেপসিন
প্রশ্ন: শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত?
উত্তর: ডিম ভেঙে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
প্রশ্ন: কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
উত্তর: কুমির
প্রশ্ন: শীতল রক্তবিশিষ্ট একটি প্রাণী–
উত্তর: ব্যাঙ
প্রশ্ন: ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?
উত্তর: ডলি
প্রশ্ন: যেসব প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণূ বহন করে নিয়ে যায় তাদেরকে বলে–
উত্তর: এজেন্ট
প্রশ্ন: কোনটি রক্তের কাজ নয়?
উত্তর: হরমোন বিতরণ করা
প্রশ্ন: একজন সাধারণ মানুষের দেহে সাধারণত কত টুকরা হাড় থাকে?
উত্তর: ২০৬
প্রশ্ন: কোন প্রাণীটি স্তন্যপায়ী নয়?
উত্তর: কুমির
প্রশ্ন: ‘Adult Cell’ ক্লোন করে প্রথম যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে–
উত্তর: ডলি
প্রশ্ন: মুক্তা হলো ঝিনুকের–
উত্তর: জমাট হরমোন
প্রশ্ন: পানির জীব হয়েও বাতাসে নিঃস্বাস নেয়–
উত্তর: শুশুক
প্রশ্ন: নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়–
উত্তর: ল্যাকটিয়ালের ভিত দিয়ে
প্রশ্ন: ‘স্ট্রোক’ বা আকস্মিক অজ্ঞান যা মৃত্যুর কারণ হতে পারে। এটি কি?
উত্তর: মস্তিষ্কে রক্তক্ষণ এবং রক্ত প্রবাহের বাধা
প্রশ্ন: আলট্রাসনোগ্রাফী কি?
উত্তর: ছোট তরঙ্গ দৈর্ঘ্যেের শব্দের দ্বারা ইমেজিং
প্রশ্ন: দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের O2 পরিবহন ক্ষমতা খর্ব করে?
উত্তর: CO
প্রশ্ন: এনজিওপ্লাস্টি হচ্ছে –
উত্তর: হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো–
উত্তর: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
প্রশ্ন: কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
উত্তর: ইনসুলিন
প্রশ্ন: কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়?
উত্তর: রেনিন
প্রশ্ন: বহুমুত্র রোগে কোন হরমোন দরকার?
উত্তর: ইনসুলিন
প্রশ্ন: ক্লোনিং পদ্ধতিতে জন্ম গ্রহণকারী ভেড়ার নাম কি?
উত্তর: ডলি
প্রশ্ন: ‘Adult cell’ ক্লোন করে কোন দেশে ভেড়ার জন্ম হয়েছে?
উত্তর: যুক্তরাজ্য
প্রশ্ন: অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
উত্তর: ইনসুলিন
প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক–
উত্তর: এডিস
প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উত্তর: শুশুক
প্রশ্ন: মানবদেহের রক্তচাপ নির্ণয়ক যন্ত্র কোনটি?
উত্তর: স্ফিগমোম্যানোমিটার
প্রশ্ন: বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে–
উত্তর: পাশাপাশি দুটো দাঁতের দাগ
প্রশ্ন: প্রথম টেস্টটিউব বেবীত্রয় ভূমিষ্ট হয়–
উত্তর: ৩০ মে
প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তর: এডিস
প্রশ্ন: রক্তে কোলেস্টরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি বর্জন করা উচিত?
উত্তর: খাসির মাংস
প্রশ্ন: কোন রক্তের গ্রুপকে ‘সবর্জনীনগ্রহীতা’ বলা হয়–
উত্তর: গ্রুপ-AB
প্রশ্ন: মলা মাছে থাকে–
উত্তর: ভিটামিন বি
প্রশ্ন: কোন প্রাণীর গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করতে পারে?
উত্তর: গিরগিটি
প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন কি কাজ করে?
উত্তর: O2 পরিবহন করে
প্রশ্ন: মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের–
উত্তর: এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
প্রশ্ন: কোন অঙ্গে মূত্র তৈরি হয়?
উত্তর: বৃক্ক
প্রশ্ন: প্রাণী দেহের দীর্ঘতম কোষটির নাম–
উত্তর: নিউরন
প্রশ্ন: লিভারের গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে?
উত্তর: গ্লুকাগন
প্রশ্ন: যৌন সম্পর্ক রোগ–
উত্তর:Chancroid
প্রশ্ন: মানবদেহের কোন অঙ্গ নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়?
উত্তর: ফুসফুস
প্রশ্ন: নিচের কোনটি হাড় ও দাঁতকে মজবুত করে?
উত্তর: ফসফরাস
প্রশ্ন: মানুষের ক্রোমোজোম সংখ্যা–
উত্তর: ২৩ জোড়া
প্রশ্ন: মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে–
উত্তর: স্ট্রোক
প্রশ্ন: বিলিরুবিন তৈরি হয়–
উত্তর: যকৃতে
প্রশ্ন: নিচের কোনটি DNA-এর নাইট্রোজেন বেস?
উত্তর: গুয়ানিন
প্রশ্ন: মানুষের গায়ের রঙ কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তর: মেলানিন
প্রশ্ন: মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: চারটি
প্রশ্ন: পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–
উত্তর: শুশুক
প্রশ্ন: মানবদেহে লিঙ্গ (Sex) নির্ধারক ক্রোমোসোমের সংখ্যা কত?
উত্তর: এক জোড়া
প্রশ্ন: হৃৎপেশী কোষের আকৃতি–
উত্তর: নলাকৃতি
প্রশ্ন: Protoza পর্বের প্রাণীদের বলে–
উত্তর: সবকটি
প্রশ্ন: কোন প্রাণীর ধমনী শিরা নাই?
উত্তর: কেঁচো
প্রশ্ন: কলা কত প্রকার?
উত্তর: ৪
প্রশ্ন: রক্ত হল এক ধরনের–
উত্তর: যোজক কলা
প্রশ্ন: কোনটি জীবদেহের একক?
উত্তর: কোষ
প্রশ্ন: কোনটি কার্যকরী কলা?
উত্তর: আবরণী কলা
প্রশ্ন: উভয়লিঙ্গ প্রাণীর উদাহরণ কোনটি?
উত্তর: কেঁচো
প্রশ্ন: একটি পরজীবী খাদ্যশৃঙ্খল–
উত্তর: মানুষ-মশা-ম্যালেরিয়া জীবাণু
প্রশ্ন: একাধিক নিউক্লিয়াস থাকে কোন কোষে?
উত্তর: পেশী কোষে
প্রশ্ন: দুধকে টক করে নিচের কোনটি?
উত্তর: ব্যাক্টোরিয়া
প্রশ্ন: বিড়াল কোন রোগ ছড়ায়?
উত্তর: ডিপথেরিয়া
প্রশ্ন: প্রাণীদেহের কোষ কার মাধ্যমে শক্তি সরবরাহ করে?
উত্তর: ATP
প্রশ্ন: আবরণী কলায় মাতৃকা–
উত্তর: নেই বললেই চলে
প্রশ্ন: কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?
উত্তর: ব্যাঙ
প্রশ্ন: কোষের কেন্দ্রিকায় থাকে না–
উত্তর: রাইবোসোম
প্রশ্ন: চর্ম কি ধরনের কলা?
উত্তর: আবরণী কলা
প্রশ্ন: কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে?
উত্তর: নিউক্লিয়াস
প্রশ্ন: কোন প্রাণীটি স্তন্যপায়ী নয়?
উত্তর: কুমির
প্রশ্ন: গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করতে পারে কোন প্রাণী?
উত্তর: গিরগিটি
প্রশ্ন: শীতকালে ব্যাঙের আত্মগোপনকে কলা হয়–
উত্তর: হাইবারনেশন
প্রশ্ন: মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: ২টি
প্রশ্ন: জিহ্বার সাহায্যে শোনে কোন প্রাণী?
উত্তর: সাপ
প্রশ্ন: অপ্রতিসাম্য প্রাণীকোনটি?
উত্তর: শামুক
প্রশ্ন: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কে?
উত্তর: নিউক্লিক এসিড
প্রশ্ন: শীত নিদ্রার সময় ব্যাঙ কি করে?
উত্তর: সঞ্চিত চর্বিকে খাদ্য হিসেবে ব্যবহার করে
প্রশ্ন: দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর উদাহরণ–
উত্তর: মানুষ
প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী উড়ে বেড়ায়?
উত্তর: বাদুর
প্রশ্ন: DNA বিদ্যমান–
উত্তর: নিউক্লিয়াসে
প্রশ্ন: প্রাণীকোষে থাকে না–
উত্তর: কোষ প্রাচীর
প্রশ্ন: নিউক্লিয়াসবিহীন প্রাণীকোষ কোনটি?
উত্তর: ইরাইথ্রোসাইট
প্রশ্ন: মাছ কিসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে?
উত্তর: ফুলকার
প্রশ্ন: যৌন ও অযৌন পদ্ধতিতে কোন প্রাণী বংশবিস্তার করে?
উত্তর: হাইড্রা
প্রশ্ন: মাকড়সার পা কয়টি?
উত্তর: ৮টি
প্রশ্ন: কোন প্রাণী বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে?
উত্তর: মাছ
প্রশ্ন: কোন প্রজাতি থেকে প্রবাল উৎপন্ন হয়?
উত্তর: মিজেরিয়া
প্রশ্ন: যোজক কলায় মাতৃকা–
উত্তর: বেশি থাকে
প্রশ্ন: কোন পদ্ধতিতে জৈব খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়?
উত্তর: শ্বসন
প্রশ্ন: মাছকে ভেসে থাকতে সাহায্য করে কোনটি?
উত্তর: ফুলকা
প্রশ্ন: যেসব প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে জীবাণু বহন করে নিয়ে যায় তাদেরকে বলে–
উত্তর: ডেক্টর
প্রশ্ন: ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট?
উত্তর: ৩
প্রশ্ন: স্বভোজী প্রাণী হল–
উত্তর: ইউগ্লেনা
প্রশ্ন: এলবুমিন ও লোহিত কণিকা শরীর থেকে বের হয়ে তার কোন রোগ হলে?
উত্তর: নেফ্রাইটিস
প্রশ্ন: কোন সরিসৃপ অনায়াসে উড়ে যেতে পারে?
উত্তর: ড্রাকো
প্রশ্ন: ক্রোমোসোমে থাকে–
উত্তর: শুধুমাত্র ডিএনএ
প্রশ্ন: অরীয় প্রতিসম প্রাণীর উদাহরণ হল–
উত্তর: জেলি মাছ
প্রশ্ন: কোনটি দেহ কোষ নয়–
উত্তর: শুক্রাণু
প্রশ্ন: মানুষখেকো মাছ কোনটি?
উত্তর: পিরানহা
প্রশ্ন: হার্পিস এর পোষক কোনটি?
উত্তর: মানুষ
প্রশ্ন: চিংড়ির রক্তের বর্ণ
উত্তর: সাদা
প্রশ্ন: মাছির কয়টি পা আছে?
উত্তর: ৬টি
প্রশ্ন: অস্থায়ী পাকস্থলী আছে কোন প্রাণীর?
উত্তর: অ্যামিবা
প্রশ্ন: গ্রীষ্মকালে ব্যাঙের আত্মগোপন করাকে কি বলে?
উত্তর: অ্যাসটিভেশন
প্রশ্ন: কোন পাখির ডানা নেই?
উত্তর: কিউই
প্রশ্ন: পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়?
উত্তর: দুধকে
প্রশ্ন: সব সজীব কোষে থাকে–
উত্তর: সাইটোপ্লাজম
প্রশ্ন: স্বাদু পানির প্রাণী কোনটি?
উত্তর: হাইড্রা
প্রশ্ন: মাইট্রোকণ্ড্রিয়া অনুপস্থিত–
উত্তর: ব্যাকটেরিয়াতে
প্রশ্ন: জলে অক্সিজেন সরবরাহকারী জীবের নাম কি?
উত্তর: ডায়াটম
প্রশ্ন: শামুকের চোখের বিশেষত্ব কি?
উত্তর: শামুকের চোখ বৃন্তক
প্রশ্ন: বিপাকীয় বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কি বলা হয়?
উত্তর: রেচন
প্রশ্ন: পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায়–
উত্তর: ক ও খ উভয়ের সাহায্যে
প্রশ্ন: কোনটি শীতের পাখি?
উত্তর: চখা পাখি
প্রশ্ন: বুদ্ধিতে মানুষের পরেই কোন প্রাণীর অবস্থান?
উত্তর: শিম্পাঞ্জি
প্রশ্ন: বৈজ্ঞানিক নাম সব সময় কয়টি পদের সমন্বয়ে লিখতে হয়?
উত্তর: ২টি
প্রশ্ন: কোন কোষ কখনও বিভাজিত হয় না?
উত্তর: স্নায়ু কোষ
প্রশ্ন: কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
উত্তর: পেশীকোষে
প্রশ্ন: পেঁচা দিনে দেখতে পারে না কিন্তু রাতে দেখতে পারে, কারণ পেঁচার চোখের রেটিনাতে–
উত্তর: রডস এর সংখ্যা বেশি, কিন্তু কোনস এর সংখ্যা কম
প্রশ্ন: Vertebrata একটি–
উত্তর: উপপর্বের নাম
প্রশ্ন: ফিতা কৃমি কি ধরনের প্রাণী?
উত্তর: অন্তঃপরজীবী
প্রশ্ন: নিউক্লিয়াসের অংশ নয়–
উত্তর: সাইটোপ্লাজম
প্রশ্ন: নিচে মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হল–
উত্তর: পাখি
প্রশ্ন: মানবদেহের সবচেয়ে লম্বা অস্থি কোনটি?
উত্তর: ফিমার
প্রশ্ন: রক্তের চাপ কোথায় কম থাকে?
উত্তর: শিরায়
প্রশ্ন: রক্ত কণিকা কোথায় তৈরি হয়?
উত্তর: অস্থিমজ্জায়
প্রশ্ন: কিসের মাধ্যমে নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়?
উত্তর: ধমনীর ভেতর দিয়ে
প্রশ্ন: স্যাকুলাস কোথায় থাকে?
উত্তর: মাথায়
প্রশ্ন: নিচের কোনটি এনজাইম নয়?
উত্তর: পিত্ত
প্রশ্ন: মানবদেহের মেরুদণ্ডের অস্থির সংখ্যা কত?
উত্তর: ৩৩ টি
প্রশ্ন: বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা কত?
উত্তর: ১২টি
প্রশ্ন: অস্থি গঠনে কোন দুটি উপাদান বেশি ব্যবহৃত হয়?
উত্তর: Ca ও P
প্রশ্ন: বৃক্কের গঠন ও কাজের একক কি?
উত্তর: নেফ্রন
প্রশ্ন: কোনটি রক্তের কাজ নয়?
উত্তর: জারক রস বিতরণ করা
প্রশ্ন: মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
উত্তর: যকৃত
প্রশ্ন: ডেনড্রাইট কোনটির অংশ?
উত্তর: স্নায়ুকোষের
প্রশ্ন: জনন কোষ প্রাণীর কোন অংশে তৈরি হয়?
উত্তর: মূত্রাশয়ে।
প্রশ্ন: অনৈচ্ছিক পেশী কোনটি?
উত্তর: রক্তনালী
প্রশ্ন: রক্তে রসের পরিমাণ কত?
উত্তর: ৫৫-৬০%
প্রশ্ন: গ্যাষ্ট্রিক রস মিশ্রিত নরম ও তরল খাদ্যকে কি বলা হয়?
উত্তর: কাইম
প্রশ্ন: স্ক্যাপুলার সাথে বাহুর অস্থির নাম কি?
উত্তর: হিউমেরাস
প্রশ্ন: আমিষের উপর ক্রিয়াশীল এনজাইম–
উত্তর: ট্রিপসিন
প্রশ্ন: কোন অঙ্গ রেচনের সাথে যুক্ত নয়?
উত্তর: যকৃত
প্রশ্ন: গ্রন্থির রাজা কোনটি?
উত্তর: পিটুইটারি
প্রশ্ন: ফুসফুসে বায়ু প্রবেশ কি?
উত্তর: প্রশ্বাস
প্রশ্ন: বৃক্কের কোন অংশ থেকে ইউরেটার উৎপন্ন হয়?
উত্তর: পেলভিস
প্রশ্ন: নালিবিহীন গ্রন্থি কোনটি?
উত্তর: থাইরয়েড গ্রন্থি
প্রশ্ন: মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
উত্তর: ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
প্রশ্ন: এমাইনো এসিড ভেঙ্গে ইউরিয়ায় পরিণত হয় কোথায়?
উত্তর: যকৃতে
প্রশ্ন: আলো কিসের মাধ্যমে চোখে প্রবেশ করে?
উত্তর: কর্ণিয়া
প্রশ্ন: রক্তরসে পানির পরিমাণ কত?
উত্তর: ৯০-৯২%
প্রশ্ন: এনজাইম কি দিয়ে তৈরি?
উত্তর: আমিষ
প্রশ্ন: O গ্রুপ রক্তবিশিষ্ট ব্যক্তি কোন গ্রুপের রক্ত নিতে পারে?
উত্তর: O গ্রুপ
প্রশ্ন: তিক্ত স্বাদ অনুভব করা যায় জিহ্বার–
উত্তর: পশ্চাৎ ভাগ দিয়ে
প্রশ্ন: সুস্থ মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত কণিকার সংখ্যা কত?
উত্তর: ৬০০০-১১০০০
প্রশ্ন: হৃৎযন্ত্রের সংকোচনকে কি বলা হয়?
উত্তর: সিস্টোল
প্রশ্ন: মানবদেহের অঙ্গতন্ত্র সমূহকে সমন্বয় করে–
উত্তর: স্নায়ুতন্ত্র
প্রশ্ন: কোন পেশীতে একাধিক নিউক্লিয়াস দেখা যায়?
উত্তর: ঐচ্ছিক পেশীতে
প্রশ্ন: নাকের বৈকল্য ও অনিয়মিত হৃৎকম্পন হয় কোন উপাদানের অভাবে?
উত্তর: ক
প্রশ্ন: লোহিত রক্ত কণিকা লাল হয় কেন?
উত্তর: হিমোগ্লোবিন থাকায়
প্রশ্ন: ধমনী কোথায় শেষ হয়?
উত্তর: কৈশিক নালীতে
প্রশ্ন: মানুষের ত্বককে কি বলা হয়–
উত্তর: স্পর্শইন্দ্রিয়
প্রশ্ন: মলের রং হলুদ হয়–
উত্তর: বিলিরুবিনের জন্য
প্রশ্ন: রক্তশূন্যতা কি?
উত্তর: হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
প্রশ্ন: করোটির হাড়ের সংখ্যা–
উত্তর: ২৯টি
প্রশ্ন: আমাদের দেহে কত ধরনের রক্তনালী বিদ্যমান?
উত্তর: ৩
প্রশ্ন: হৃৎযন্ত্রে রক্ত সরবরাহ করে–
উত্তর: ফুসফুসীয়
প্রশ্ন: সব গ্রুপের রক্ত গ্রহণে সক্ষম–
উত্তর: ব্লাড গ্রুপ AB
প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় অস্থিতে পানির পরিমাণ–
উত্তর: ৪০-৪৫ ভাগ
প্রশ্ন: লালরসে কোন এনজাইম থাকে?
উত্তর: টায়াসিন
প্রশ্ন: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন–
উত্তর: ইনসুলিন
প্রশ্ন: দুধের ক্যাসিনকে প্যারাকেসিনে রূপান্তর করে কোন এনজাইম?
উত্তর: রেনিন
প্রশ্ন: কোন ধমনী বিষাক্ত রক্ত বহন করে না?
উত্তর: ফুসফুসীয় ধমনী
প্রশ্ন: স্টেপস কোন ধরনের অস্থির নাম?
উত্তর: মধ্যকর্ণ
প্রশ্ন: লঘু মস্তিষ্কের কাজ কি?
উত্তর: ভারসাম্য রক্ষা
প্রশ্ন: সুস্থ পূর্ণবয়স্ক মানুষের হৃৎস্পন্দন প্রতি মিনিটে–
উত্তর: ৭২ বার
প্রশ্ন: ঘামের গন্ধের জন্য দায়ী কোনটি?
উত্তর: ফ্যাটি এসিড
প্রশ্ন: লোহিত কণিকার আয়ুস্কাল–
উত্তর: ১২০ দিন
প্রশ্ন: বিশুদ্ধ রক্ত বহন করে কোন শিরা?
উত্তর: পালমোনারী শিরা
প্রশ্ন: একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা–
উত্তর: প্রায় ১০ লক্ষ
প্রশ্ন: মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: চারটি
প্রশ্ন: চোখের কোন অংশ সবচেয়ে আলোক সংবেদী?
উত্তর: রেটিনা
প্রশ্ন: মানুষের মুখের কর্তন দাঁতের সংখ্যা–
উত্তর: ৮টি
প্রশ্ন: যকৃতে কতটি খণ্ড আছে?
উত্তর: ৩টি
প্রশ্ন: পানি কোথায় শোষিত হয়?
উত্তর: ক্ষুদ্রান্ত্রে
প্রশ্ন: কোথায় যকৃত নিঃসৃত রস জমা হয়?
উত্তর: পিত্তে
প্রশ্ন: মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ–
উত্তর: এনামেল
প্রশ্ন: চোখের পানি নিঃসরণকারী গ্রন্থি কোনটি?
উত্তর: ল্যাকরিনাল
প্রশ্ন: পেষণ দাঁত কতটি?
উত্তর: ১২টি
প্রশ্ন: দুধ দাঁত কতটি?
উত্তর: ২০টি
প্রশ্ন: পিত্তের বর্ণের কারণ–
উত্তর: বিলিরুবিন
প্রশ্ন: অস্থির বৃদ্ধির জন্য বেশি প্রয়োজন?
উত্তর: ক্যালসিয়াম
প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরি হয়?
উত্তর: যকৃত
প্রশ্ন: অন্তঃক্ষরা গ্রন্থি নয় কোনটি?
উত্তর: স্নায়ুতন্ত্র
প্রশ্ন: পূর্নাঙ্গ স্নায়ুকোষ কোনটি?
উত্তর: নিউরন
প্রশ্ন: সুস্থ মানুষের ১টি হৃৎস্পন্দন সম্পন্ন করতে সময় লাগে?
উত্তর: ০.৪ সেকেন্ড
প্রশ্ন: লাল অস্থিমজ্জায় কোনটির আধিক্য থাকে?
উত্তর: যোজক কলা
প্রশ্ন: মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি?
উত্তর: থাইমাস
প্রশ্ন: নিউরো হরমোন কোনটি?
উত্তর: অ্যাড্রিনালিন
প্রশ্ন: Circle of willis অংশটি মানবদেহের কোথায় থাকে?
উত্তর: মস্তিষ্ক
প্রশ্ন: মানবদেহের কোন অঙ্গকে জার্মান চিরুনী বলা হয়?
উত্তর: হাতের আঙুল
প্রশ্ন: ঝাড়ুদার অঙ্গ কোনটি?
উত্তর: শ্বেতরক্ত কণিকা
প্রশ্ন: মানবদেহে Funny Bone কোথায় থাকে?
উত্তর: হাতের কনুই
প্রশ্ন: মানবদেহের একটি পেশী সেটা একদিকে খোলা–
উত্তর: জিহ্বা
প্রশ্ন: পৃথিবীর প্রথম Enbryonic Stem Cell Bank টি কোথায় খোলা হয়?
উত্তর: গ্রেট ব্রিটেন
প্রশ্ন: মানবদেহের কোন উৎসেচক অ্যাসিড মাধ্যমে কাজ করে?
উত্তর: পেপসিন
প্রশ্ন: কোষ প্রাচীর তৈরিতে সবচেয়ে প্রয়োজনীয় মৌল কোনটি?
উত্তর: ক্যালসিয়াম
প্রশ্ন: মানব ভ্রুনে হাত ও পায়ের নখ পূর্ণভাবে তৈরি হতে সময় লাগে–
উত্তর: ৬ মাস
প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে?
উত্তর: ক্যালসিয়াম
প্রশ্ন: মানব চোখের লেন্স কেমন?
উত্তর: উভ উত্তল
প্রশ্ন: এক্সোন কোনটির অংশ?
উত্তর: স্নায়ু কলার
প্রশ্ন: মানুষের আক্কেল দাঁত ওঠে কোন বয়সে?
উত্তর: ১৮-৩০ বৎসর
প্রশ্ন: পাকস্থলী থেকে ক্ষরিত হয়?
উত্তর: পেপসিন ও HCl
প্রশ্ন: পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কতটি?
উত্তর: ৩২টি
প্রশ্ন: ধমনী কোথায় শেষ হয়?
উত্তর: কৌশিক নালীতে
প্রশ্ন: কপাটিকা থাকে?
উত্তর: শিরার গহ্বরে
প্রশ্ন: হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রথম দুষিত রক্ত আসে?
উত্তর: ডান অলিন্দ
প্রশ্ন: অণুচক্রিকার গড় আয়ু কত?
উত্তর: ১০দিন
প্রশ্ন: বক্ষ গায়ের ও উদর গহ্বরকে পৃথক রাখে–
উত্তর: ডায়াফ্রাম
প্রশ্ন: দেহের কোন অংশ রেচনের সাথে যুক্ত নয়?
উত্তর: যকৃত
প্রশ্ন: একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক মূত্র ত্যাগ করে–
উত্তর: ১.৫ লিটার
প্রশ্ন: মূত্রে ঝাঁঝালো গন্ধ হয়–
উত্তর: অ্যামোনিয়ার জন্য
প্রশ্ন: হরমোনের ক্ষেত্রে কোন উক্তিটি মিথ্যা?
উত্তর: ঐচ্ছিক মাংসপেশী সংকুচিত হয়
প্রশ্ন: রাসায়নিক দূত হিসেবে কাজ করে?
উত্তর: হরমোন
প্রশ্ন: কানের কাজ কোনটি?
উত্তর: উভয়টি
প্রশ্ন: মানুষের Spinal nerve কতটি?
উত্তর: ৩১ জোড়া
প্রশ্ন: মানুষের করোটি স্নায়ুর (Cranial nerves) সংখ্যা–
উত্তর: ১২ জোড়া
প্রশ্ন: পিত্তরস অগ্ন্যাশয় রসের সাথে মিলিত হয় কোথায়?
উত্তর: ডিওডেনামে
প্রশ্ন: মানবদেহে রক্তের পরিমান–
উত্তর: ৫-৬ লিটার
প্রশ্ন: চোখের পানি নিঃসৃত হয়?
উত্তর: ল্যাকরিমাল গ্রন্থি হতে
প্রশ্ন: শরীর উত্তাপ হারায়–
উত্তর: খ ও গ উভয়ই ঠিক
প্রশ্ন: নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেণ্ডে–
উত্তর: ১২৫ মিটার
প্রশ্ন: নিচের কোনটি মস্তিষ্কের অংগ নয়?
উত্তর: মেরুরজ্জু
প্রশ্ন: বৃক্কের কাজ কোনটি?
উত্তর: উপরের সবগুলোই
প্রশ্ন: রক্তশূন্য হলে চুপসিয়ে যায় কোনটি?
উত্তর: শিরা
প্রশ্ন: লিমেফাসাইট তৈরি হয় কোনটিতে?
উত্তর: লসিকা গ্রন্থিতে
প্রশ্ন: মূত্র কোথায় তৈরি হয়?
উত্তর: কিডনীতে
প্রশ্ন: শুক্রাণু কি ধরনের কোষ?
উত্তর: জনন কোষ
প্রশ্ন: মানুষের কোন অঙ্গটি লুপ্ত প্রায়?
উত্তর: অ্যাপেনডিক্স
প্রশ্ন: পেরিস্টালসিস কোথায় হয়?
উত্তর: সম্পূর্ণ পৌষ্টিক নালীতে
প্রশ্ন: শুক্রাণু তৈরি হয়–
উত্তর: শুক্রাশয়ে
প্রশ্ন: একজন স্ত্রী লোক প্রতিমাসে জননকালে কতটি ডিম্ব উৎপাদন করে?
উত্তর: ১টি
প্রশ্ন: মানবদেহে পানির পরিমাণ–
উত্তর: ৬০-৭০%
প্রশ্ন: অগ্ন্যাশয় রস কোন খাদ্যকে পরিপাক করে?
উত্তর: সবগুলোই
প্রশ্ন: মানবদেহের পরিপাকগ্রন্থি কোনগুলো?
উত্তর: যকৃত, অগ্ন্যাশয় ও লালাগ্রন্থি
প্রশ্ন: মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
উত্তর: ত্বক
প্রশ্ন: মানুষের কিডনী কতটি?
উত্তর: ২টি
প্রশ্ন: খাদ্য পরিপাক শুরু হয়–
উত্তর: মুখ গহ্বরে