Headlines

বিসিএস মডেল টেস্ট: বিষয় নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

2

১. সামাজিক মূল্যবোধ হলো সমাজ জীবনে বাঞ্ছিত ও অবাঞ্ছিত বিষয়ে সমাজবাসীদের সমবেত ঐক্য’ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. মেরিল    খ. ওলসেন    গ. স্পেন্সার    ঘ. মার্কস

২. ‘শাসন’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Governor    খ. Governance    গ. Government    ঘ. Governing

৩. মূল্যবোধের শিক্ষা কোন ধরনের মর্যাদা প্রতিষ্ঠা করে সুশাসন নিশ্চিত করে?
ক. ব্যক্তির মর্যাদা    খ. মানুষের মর্যাদা    গ. শ্রমের মর্যাদা    ঘ. সবগুলোই

৪. মানুষের আচরণ বিচারের মানদণ্ডকে কী বলা হয়?
ক. সামাজিক মূল্যবোধ    খ. রাজনৈতিক মূল্যবোধ
গ. নৈতিক মূল্যবোধ       ঘ. ধর্মীয় মূল্যবোধ

৫. যে সমাজ ও রাষ্ট্র গণতান্ত্রিক মূল্যবোধ উন্নত সে সমাজ ও রাষ্ট্র-
ক. উন্নত    খ. প্রগতিশীল    গ. অনুন্নত    ঘ. ক + খ

৬. সুশাসন প্রতিষ্ঠার জন্য কোনটি অতীব জরুরি বিষয়?
ক. রাজতন্ত্র    খ. স্বৈরতন্ত্র    গ. গণতন্ত্র    ঘ. অভিজাততন্ত্র

৭. ‘কানেকটিং পিপল’ কথাটির অর্থ হচ্ছে-
ক. সরকারকে সংশ্লিষ্ট করা    খ. জনগণকে সংশ্লিষ্ট করা
গ. গ্রাহককে সংযুক্ত করা       ঘ. কোনটিই নয়

৮. সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠায় কী প্রয়োজন?
ক. জনসচেতনতা বৃদ্ধি                   খ. সহিংসতা পরিহার
গ. জবাবদিহিতামূলক জনপ্রশাসন    ঘ. সবগুলো

৯. শাসন বিভাগের ওপর আইন বিভাগের নিয়ন্ত্রণ থাকা উচিত। কারণ এর মাধ্যমে শাসন বিভাগের-
ক. স্বেচ্ছাচারিতা রোধ হয়    খ. দুর্নীতি রোধ হয়
গ. স্বজনপ্রীতি রোধ হয়        ঘ. স্বৈরাচারিতা রোধ হয়

১০. শাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য কোনটি আবশ্যক?
ক. ন্যায়পাল    খ. আমলাতন্ত্র    গ. জনমত    ঘ. ই-গভর্ন্যান্স

উত্তরমালা :
১. খ    ২. খ    ৩. ঘ    ৪. ক    ৫. ঘ    ৬. গ    ৭. খ    ৮. ঘ    ৯. ক    ১০. ঘ