স্বদেশী নাগরিকদের নির্মমভাবে হত্যা করল পাকিস্তান

follow-upnews
0 0

1

ভারতের পক্ষ নেওয়ায় এবার স্বদেশের নাগরিকদের নির্মমভাবে হত্যা করল পাক সেনা। ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই নিজেদের স্বাধীনতার দাবিতে সরব হয়েছেন বালোচিস্তানের মানুষেরা। স্বভাবতই সেই প্রতিবাদীদের সামলাতে আসরে নেমেছে পাক সেনা। অভিযোগ বালোচিস্তানের বহু স্বাধীনতা সংগ্রামীকে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বালোচিস্তানের আন্দোলনকে নিশ্চল করতে বহু সাধারণ মানুষকেও নির্মমভাবে হত্যা করেছে ওই দেশের সেনাবাহিনী। পাক সেনারা বালোচিস্তানে মধ্যযুগীয় বর্বরতা ফিরিয়ে এনেছেন বলেছেন অভিযোগ করেছেন বালোচবাসীরা।

বালোচিস্তানের সাধারণ মানুষদের উপরে সেনাবাহিনীর অত্যাচার নতুন কিছু নয়। তবে, স্বাধীনতা দিবসে প্রতিবেশী দেশের প্রশাসনিক প্রধানের বক্তব্যের পরে বৃদ্ধি পেয়েছে সেই অত্যাচারের মাত্রা। বালোচিস্তানের কাচ্চি, বোলান, কোয়েটা, দেরা বাগতি, মাস্তাং, আওয়ারান সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বেড়ে গিয়েছে সেনাবাহিনীর অত্যাচার। বালোচিস্তানের একটি স্বাধীনতা সংগ্রামী সংগঠনের নেতা সর্দার মীর বক্তিয়ার খান দমকির কথায়, “বালোচিস্তানের পক্ষ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর বহু মানুষের মৃত্যু হয়েছে বালোচিস্তানে। শুধু মাত্র দেরা বাগতিতেই ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছে। এখনও ১৫০ জনেরও বেশি লোক নিখোঁজ। তাঁরা কোথায় আছে, বেঁচে আছে কিনা সেটাও জানি না।”

Next Post

বিসিএস মডেল টেস্ট: বিষয় নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

১. সামাজিক মূল্যবোধ হলো সমাজ জীবনে বাঞ্ছিত ও অবাঞ্ছিত বিষয়ে সমাজবাসীদের সমবেত ঐক্য’ সংজ্ঞাটি কে দিয়েছেন? ক. মেরিল    খ. ওলসেন    গ. স্পেন্সার    ঘ. মার্কস ২. ‘শাসন’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী? ক. Governor    খ. Governance    গ. Government    ঘ. Governing ৩. মূল্যবোধের শিক্ষা কোন ধরনের মর্যাদা প্রতিষ্ঠা করে সুশাসন নিশ্চিত করে? ক. […]