Verb-এর সাথে ’s’ বা ’es’ যোগ করতে হবে কেন?

ইংরেজি গ্রামার

ইংরেজি ভাষাটায়ও অনেক সমস্যা আছে। কিন্তু ভাষায় কিছু সমস্যা থাকলেও তা মেনে নিয়ে চলতে অসুবিধা নেই। রোজ রোজ পরিবর্তন করে নতুন সমস্যা সৃষ্টি করার কোনো মানে হয় না। ভাষা শতভাগ শুদ্ধভাবে ব্যবহার করা আসলে অসম্ভব। এই যে শিশুদের জন্য প্রোনাউন ‘ইট’— এটা একটা সমস্যা, প্রিমিটিভ চিন্তা। আর্টিকেলের ব্যবহারেও কিছু ঝামেলা আছে। a এবং an এর ব্যবহার ঠিক আছে, দরকার আছে; কিন্তু এটার যে লেখ্যরূপে কোনো গুরুত্ব নেই, সেটি কোথাও বলা নেই। বলা থাকা দরকার।

আরো সমস্যা আছে— কথা বলার সময় a এবং an এর ব্যবহার সঠিকভাবে করা দরকার। অথচ আমরা করি উল্টো, লেখার ক্ষেত্রে এ ব্যাপারে সিরিয়াস, কিন্তু বলার সময় গ্রাহ্য করি না। বলার সময় এটা গুরুত্বপূর্ণ, কারণ, ‘একটি’ বুঝাতে গিয়ে ভাওয়েল সাউন্ডের পূর্বে a ব্যবহার করলে দু’টো ভাওয়েল সাউন্ড এক হয়ে গিয়ে কনফিউশন তৈরি করে।
‘a alternative’ দ্রুত বলতে গেলে সেটি শুধু ‘alternative’ হয়ে যেতে পারে, শ্রতিমধুরও হয় না, বাক্যের মধ্যে ছেদ পড়ে —এজন্য স্পষ্টভাবে an alternative বলতে হবে দুটো ভাওয়েল সাউন্ড আলাদা করার জন্য। ভাষায় গ্রামার তো এমনি এমনি না, সমস্যা সমাধানের জন্য, কিন্তু কার্যকারণ বিশ্লেষণ করে তেমন কোনো বই রচিত হয়নি।
কখনো এ প্রশ্ন কি আপনার মনে এসেছে যে, কেনো Subject third person singular number হলে Verb এর সাথে s বা es যোগ করতে হবে? প্রয়োজনটা কী? না করলে সমস্যা কী? আমি কোনো ‘কারণ’ খুঁজে পাইনি। তবে একটা প্রয়োজন আবছা আবছা বুঝতে পেরেছি— সেক্ষেত্রে Subjunctive mode এবং Indicative mood বুঝতে হবে। কিন্তু তাতেও প্রতিষ্ঠিত কোনো যুক্তি তৈরি হয় না।


দিব্যেন্দু দ্বীপ