Headlines

আজকের দিনে: ৬ বছরেও চঞ্চল হত্যার রহস্য উন্মোচিত হয় নাই

didarul islam chanchal

didarul islam chanchal

৬ বছর আগে আজকের এই দিনে চঞ্চল নিখোঁজ হয়। এর দুই দিন পর ১৮ জুলাই ২০১২ শীতলক্ষ্যা নদীতে তাঁর লাশ পাওয়া যায়। চঞ্চল নাটক লিখতো, অভিনয় করতো, গান গাইতো। সে নারায়নগঞ্জের তোলারাম কলেজে বাংলায় অনার্সের ছাত্র ছিল। বয়স হয়েছিল বিশ বছর। নিহত হবার পাঁচদিন আগে ঢাকা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত নাট্য-উৎসবে তাঁর লেখা নাটক ‘বক্তাবলী’ মঞ্চস্থ হয়। নাটকটির জন্য চঞ্চল শিল্পকলা একাডেমির পুরস্কার পেয়েছিল।  ৬ বছরেও চঞ্চল হত্যার রহস্য উন্মোচিত হয় নাই। বিচার হয় নাই।