ডিএমপির শ্রেষ্ঠ ডিসি বিপ্লব সরকার

follow-upnews
0 0

টানা পঞ্চমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনারের (ডিসি) পুরস্কার পেলেন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার।

বৃহস্পতিবার সকালে ডিএমপি হেড কোয়ার্টার্সে আয়োজিত ক্রাইম কনফারেন্সে এ ঘোষণা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এছাড়া ঢাকার অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্ত পরিচালনার জন্য গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান, পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল এবং গুলশান থানার ওসিকে (তদন্ত) পুরস্কৃত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

এরআগে বৃহস্পতিবার সকালে ডিএমপির বিভিন্ন বিভাগের ডিসি, সহকারী কমিশনার (এসি) ও ৪৯ থানার ওসিদের নিয়ে শুরু হয় ক্রাইম কনফারেন্স। কনফারেন্সে জানুয়ারি মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ প্রবণতা নিয়ে আলোচনা করা হয়।

Next Post

ইতিহাসের পাঠ : মুক্তির মঞ্চ-১

ইউরোপ আমেরিকা এমনি এমনি ইউরোপ আমেরিকা হয়ে ওঠেনি নিশ্চয়ই। নিঃসন্দেহে তারা এখন তুলনামূলকভাবে উন্নত এবং ‘সভ্য’। শুধু সম্রাজ্যবাদ দিয়ে এভাবে উন্নতির শিখরে পৌঁছানো যায় কি? এটা আমাদের মতো কথিত তৃতীয় বিশ্বের মানুষের এক ধরনের অনুধাবনকৃত ন্যারেটিভ যে, তারা শুধুই সম্রাজ্যবাদী এবং সম্রাজবাদই তাদের সকল উন্নতির একমাত্র চাবিকাঠি। সত্য আসলে কি […]