ধুমপান ইস্যুতে ক্ষমা চেয়েছে নারীদের প্রতি বিদ্বেষ সৃষ্টিকারী ভিডিওর কারিগররা

follow-upnews
0 0

ছেলেরা প্রকাশ্যে ধূমপান করতে পারলেও নারীরা তা করতে পারবেন না, ধূমপান করতে চাইলে ঘরে বসে করতে হবে—এ ধরনের বিষয়বস্তু নিয়ে তৈরি করা হয়েছিল ‘বৈষম্য’ নামের একটি ভিডিওচিত্র। সম্প্রতি তা ইউটিউবে আপলোড করা হয়, এরপর ফেসবুকে ভিডিওটি নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে এটির কারিগর হায়াত মাহমুদ রাহাত ও অভিনেতা সাব্বির হোসেনকে (ফেসবুকে সাব্বির অর্ণব নামে পরিচিত) মুচলেকা দিয়ে ক্ষমা চাইতে হয়েছে।

আজ বুধবার (১০/০১/২০১৮) ভিডিওটির কারিগর দুজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের সদস্যরা। রাতে এই দুজনের অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা দেয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে জানান সাইবার ক্রাইমের উপকমিশনার মো. আলিমুজ্জামান।

সন্ধ্যার দিকে পরিচালক হায়াত মাহমুদের ফেসবুক পেজে লাইভ ভিডিওতে হায়াত মাহমুদ ও সাব্বির অর্ণব বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন। তাঁরা বলেছেন, ‘…আমরা এতে রং ম্যাসেজ দিয়েছি, আমরা ক্ষমাপ্রার্থী। একটা সময় এসে আমরা বুঝতে পারি আমাদের ল্যাকিং ছিল, বিষয়টি ল-এর বিরুদ্ধে ছিল।’

সম্প্রতি ভিডিওটি আপলোডের পর তিন নারী সাংবাদিক লিখিতভাবে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেন বিষয়টি। তাঁদের একজন প্রথম আলোকে বলেন, সাইবার ক্রাইম ইউনিট থেকে ভিডিওর সব লিংক ২৪ ঘণ্টার মধ্যে ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজার সই করা এক বিজ্ঞপ্তিতে এ ধরনের ভিডিও আপলোড করার বিষয়ে নিন্দা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া ‘বৈষম্য’ শিরোনামে প্রচারিত একটি শর্টফিল্মে নারীর প্রতি বৈষম্যমূলক ও কটাক্ষপূর্ণ উক্তি এবং নারীদের হেয়প্রতিপন্ন করতে উসকানি দেওয়া হয়েছে। এটির পরিচালক হায়াত মাহমুদ রাহাতসহ এর নির্মাণ ও প্রচারের সঙ্গে যুক্ত ও নির্মাতা প্রতিষ্ঠান ‘হ্যারিকেন প্রোডাকশনের’ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে। কেননা, ভিডিওটির বার্তা সর্বোচ্চ আইন সংবিধানকেও কটাক্ষ করেছে।

Next Post

যে খাবারগুলো রাতে অবশ্যই খাবেন না

কর্মজীবি মানুষ প্রায়শই রাতে খুব ক্ষুধার্ত থাকে, কারণ, অনেক সময় দিনে তাদের ঠিকমত খাওয়া হয় না। এরকম অবস্থায় রাতের খাবার নিয়ে খুব বেশি বাচবিচার করে না অনেকেই। কিন্তু রাতের অনেক খাবার স্বাস্থ্যের জন্য হানিকর হতে পারে। অনেক খাবারে ঘুমের সমস্যা হতে পারে। এখানে তেমন কিছু খাবারের তালিকা দেয়া হল। রাতের […]
রাতে যে খাবারগুলো খাওয়া উচিৎ নয়

এগুলো পড়তে পারেন