১০ জুলাই ২০১৭, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে গণহত্যা ও যুদ্ধাপরাধের আলোকচিত্র নিয়ে ৭১টি স্মারক ডাকটিকিট সম্বলিত খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। সেসময় গণহত্যা ও যুদ্ধাপরাধ শিরোনামে একটি বিশেষ স্মারক ডাকটিকিট অ্যালবামের মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা দেওয়ার বিষয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দেয়া হয়।
এছাড়া, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনের বিষয়টি পরিপত্রের খ ক্রমিকে অন্তর্ভূক্ত করার প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সূত্র: চ্যানেল আই অনলাইন