১৫ সেপ্টেম্বর থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

follow-upnews
0 0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই সম্ভাব্য তারিখ হচ্ছে ১৫ সেপ্টেম্বর। ৩ আগস্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে পরীক্ষার এই তারিখ চুড়ান্ত করা হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

সম্ভাব্য তারিখ অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর, কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের পরীক্ষা ১৩ অক্টোবর ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া সভায় চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটে সাধারণ জ্ঞান অংশের জন্য ১৬ সেপ্টেম্বর এবং অঙ্কন অংশের পরীক্ষা ২৩ সেপ্টেম্বর নেয়া হবে সিন্ধান্ত হয়েছে।


সূত্র: অনলাইন

Next Post

ছোটগল্প: দ্বন্দ্ব

রায়হান আব্দুল্লাহ এই এলাকার একমাত্র মানুষ যে দ্বিতীয় কোনো বই পড়েছে, ক্লাসের বই ধর্তব্য নয়। চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজের বাসিন্দা সে। এ এলাকার বেশিরভাগ লোক মাদ্রাসায় পড়েছে, এখন কিছু ছেলেমেয়ে অবশ্য স্কুলে যায়। রায়হান ভোলা সরকারি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পাস করে স্থানীয় স্কুলে মাস্টার হিসেবে ঢুকেছে। ওর ইচ্ছে এলাকায় […]
ভেলা