বাগেরহাটের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে গুরু পূর্ণিমা দিবস অনুষ্ঠিত

follow-upnews
0 0

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট

২৭ শে জুলাই ২০১৮ শুক্রবার বাগেরহাটের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে গুরু পূর্ণিমা দিবস অনুষ্ঠিত হয়। ঈশ্বর প্রেমিক ভক্তগন বাগেরহাট শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে এই দিনটিতে মিলিত হয়ে সকাল ৭:০০ ঘটিকা থেকে রাত্র ৯:০০ ঘটিকা পর্যন্ত শ্রী শ্রী গুরু পূজা, ধর্মপ্রসঙ্গ এবং ভজন কীর্তনাদির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। গুরু পূর্নিমা অনুষ্ঠান পরিচালনা করেন স্বামী হরিধ্যানানন্দ ও প্রনব রায়। অনুষ্ঠানে আশ্রমের অধ্যক্ষ ও অনুষ্ঠানের আচার্য স্বামী অখিলেশানন্দ, স্বামী কালিকেশানন্দ, স্বামী জ্যোতিরাত্মানন্দ, এ্যাড প্রফুল্ল চন্দ্র পাল, এ্যাড অনুপ দেবনাথ, এ্যাড সমরেন্দ্র নাথ দত্ত, ভক্তবৃন্দ সহ বিবেকানন্দ ভবন ও প্রেমানন্দ ভবনের ছাত্রবৃন্দ এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষ্যে  ঠাকুরের পূজা, শ্রী শ্রী রামকৃষ্ণ শরনম ও গান, ঠাকুরের পুজার প্রসাদ ধারণ, ধ্যান জপ, ধর্মীয় বিষয় সম্পর্কে আলোচনা, পুষ্পাঞ্জলী, অন্নপ্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, ধ্যান জপ ও ভক্তিমূলক গান ও গুরুপূনিমা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট
মিশনের কয়েকজন ছাত্র।

Next Post

পিসি কলেজের ১০১ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট ২৬ শে জুলাই ও ২৭ শে জুলাই শতবর্ষী সরকারি পিসি কলেজের ১০১ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করে কলেজ প্রশাসন ও ছাত্রসংসদ। ২৭ শে জুলাই ২০১৮ শুক্রবার দুপুর ৩টায় বেলুন ও পায়রা উড়িয়ে ২য় দিবসের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট ২ আসনের […]