বর্তমানে তিনি পিরোজপুরে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। কিশোরগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় সরকারের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জ্যেষ্ঠ সহকারী সচিব পদ মর্যাদার কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
মো. সেতাফুল ইসলামকে বুধবার সন্ধ্যায় পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য। “বর্তমানে তাকে পিরোজপুর সদর থানা হাজতে রাখা হয়েছে,” বলেন প্রনব।
বুধবারই কিশোরগঞ্জ সদর থানায় দুদকের সহকারী পরিচালক রামপ্রসাদ মণ্ডল বাদী হয়ে অর্থ আত্মসাতের মামলাটি করেন। এরপর তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়া হয়।
খবরে প্রকাশ, মি. সেফাতুল ইসলামের বিরুদ্ধে মোট ১৫কোটি টাকা অর্থ আত্মসাতের সুস্পষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে।
সংশ্নিষ্ট একাধিক সূত্র বলছে, এত বড় আত্মসাতের পেছনে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় ও সোনালী ব্যাংকের যোগসাজশ
রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া এত বড় অংকের টাকা আত্মসাৎ করা সম্ভব হতো না।