সরকারের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জ্যেষ্ঠ সহকারী সচিব গ্রেপ্তার

follow-upnews
0 0

মো. সেতাফুল ইসলামকে বুধবার সন্ধ্যায় পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য। “বর্তমানে তাকে পিরোজপুর সদর থানা হাজতে রাখা হয়েছে,” বলেন প্রনব।

বুধবারই কিশোরগঞ্জ সদর থানায় দুদকের সহকারী পরিচালক রামপ্রসাদ মণ্ডল বাদী হয়ে অর্থ আত্মসাতের মামলাটি করেন। এরপর তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়া হয়।

খবরে প্রকাশ, মি. সেফাতুল ইসলামের বিরুদ্ধে মোট ১৫কোটি টাকা অর্থ আত্মসাতের সুস্পষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে।

সংশ্নিষ্ট একাধিক সূত্র বলছে, এত বড় আত্মসাতের পেছনে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় ও সোনালী ব্যাংকের যোগসাজশ

রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া এত বড় অংকের টাকা আত্মসাৎ করা সম্ভব হতো না।

Next Post

ধুমপান ইস্যুতে ক্ষমা চেয়েছে নারীদের প্রতি বিদ্বেষ সৃষ্টিকারী ভিডিওর কারিগররা

ছেলেরা প্রকাশ্যে ধূমপান করতে পারলেও নারীরা তা করতে পারবেন না, ধূমপান করতে চাইলে ঘরে বসে করতে হবে—এ ধরনের বিষয়বস্তু নিয়ে তৈরি করা হয়েছিল ‘বৈষম্য’ নামের একটি ভিডিওচিত্র। সম্প্রতি তা ইউটিউবে আপলোড করা হয়, এরপর ফেসবুকে ভিডিওটি নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে এটির কারিগর হায়াত মাহমুদ রাহাত ও অভিনেতা সাব্বির […]
হায়ত মাহমুদ রাহাত ও সাব্বির হোসেন

এগুলো পড়তে পারেন