Headlines

আমার যে নেই স্বর্গ আমার যে নেই জন্ম বারংবার

প্রিয়তম,

হৃদয় কষ্টে খুন

তবু বলি ‘ঠিক আছে’

তুমি যাও তার সাথে আজ ।

 

প্রিয়তম, তবু চলে যাচ্ছ!

এ যেন নিশ্চিত মৃত্যু জেনে

মা ডুবে যায়

সন্তানকে ছুড়ে দিয়ে উজানে,

যদি বাঁচে তবু।

 

প্রিয়তম,

তোমার তো বাতাসে বাড়ি,

আমি কি পারতাম না

সেখানে যেতে,

আমারও কি নেই হাওয়ার গাড়ি?

 

প্রিয়তম,

যাযাবর ভালোবাসা

আশ্রয় পায় না কখনো, তবু

আমি তোমাকেই ভালবাসি।

 

ভাবতে পারি না

এই জীবনে আমি তোমায় ছাড়ি!

কোথায় পাব আবার?

আমার যে নেই স্বর্গ,

আমার যে নেই জন্ম বারংবার।