আমি একা ছদ্মবেশে ঘুরি দেশে বিদেশে

প্রিয়তম,
সাত দিনের ছুটি মিলেছে আমার,
জীবন গাড়ি নিয়ে ছুটে আসব
তোমার কাছে আবার।
স্ত্রী-পুত্র-পরিবার,
আমাতে ওদের রোজ অধিকার,
পাবার, না পাবার।
তুমি শুধু প্রেমের, পূর্ণতার।

প্রিয়তম,
সময় যে মেলে না,
তুমি এখনো এলে না!
অবশেষে আমি একা ছদ্মবেশে
ঘুরি দেশে বিদেশে।
প্রেমের ক্ষুধা মেটে কি নেশার ঘোরে?
ভুলতে গিয়ে ভুল করে ফিরি শেষে,
তোমারই আচ্ছন্নে কখনো সম্বিত ফেরে।
ভালোবেসে শুধু কিছু ঘৃণা জোটে,
এত দুঃখ সয়ে
হৃদয় গভীরে কত ফুল কখন যে ফোঁটে!
ঝরে যায় আবার তা অবহেলায়
কোন এক বিষন্ন অবকাশে।
তবু বাঁচতে হয়,  তোমাদের সাথে রোজ হেসে।