প্রিয়তম, তুমিও কি যাচ্ছ অবশেষে?

follow-upnews
0 0

প্রিয়তম,

জীবনের এই শ্রেষ্ঠ মুহূর্তে

তোমাকে পেতে চাই একবার আরো।

জীবনে দুঃখগুলোও এখন

কেমন সুখপাখি হয়ে ওঠে ছলনায়!

তুমি কি ভাবতে পারো তা?

আকাশ আমায় ছোঁয় পূর্ণতায়,

অলীকের আহ্বানে জীবন আবছায়া

হয়ে সুর ছড়ায় মুগ্ধ বিষন্নতায়,

প্রিয়জনে আচ্ছন্ন হয়ে খোঁজে তোমায়।  

 

প্রিয়তম,

অপরাধ আছে জানি কিছু না বলা কথায়,

তা বলে কি ভালবাসিনি শুধু তোমায়।

যে প্রেম সবার সে তো তোমারও,

কখনো কি পাওনি আভাস একটু বেশি কিছু আরও।

গিয়েছি কখনো সাগর-জঙ্গল-কোলাহলে,

নিস্তরঙ্গ হয়ে তোমাকে পেয়েছি সেথায় শুধু

আমি মগ্ন কিসে এত, ওরা বলে,

ওরা চলে যায় সবাই আমায় ফেলে।

প্রিয়তম, তুমিও কি যাচ্ছ  অবশেষে?

Next Post

আমি একা ছদ্মবেশে ঘুরি দেশে বিদেশে

১ প্রিয়তম, সাত দিনের ছুটি মিলেছে আমার, জীবন গাড়ি নিয়ে ছুটে আসব তোমার কাছে আবার। স্ত্রী-পুত্র-পরিবার, আমাতে ওদের রোজ অধিকার, পাবার, না পাবার। তুমি শুধু প্রেমের, পূর্ণতার। ২ প্রিয়তম, সময় যে মেলে না, তুমি এখনো এলে না! অবশেষে আমি একা ছদ্মবেশে ঘুরি দেশে বিদেশে। প্রেমের ক্ষুধা মেটে কি নেশার ঘোরে? […]