উদার আকাশটা // নীলা আক্তার

follow-upnews
0 0

হৃদয় নামক একটা মাংসপিণ্ড আছে,
ওখানে খুব যন্ত্রণা হয়।
যন্ত্রণাগুলো সারাক্ষণ নিষ্পেশিত করে,
বেদনার আকাশ একাকী কাঁদে রাতের
গহীনে লুকিয়ে।
শুদ্ধতম এক বিপ্লবের দরকার এখন।
কেন হৃদয়ে এত অশুদ্ধ হাহাকার?
আপন অবস্থান হোক আরো দৃঢ়।
হিংসা, বিবাদ, অবহেলার বিন্দু পেরিয়ে
উদার আকাশটাই একমাত্র আমার চাই।


নীলা আক্তার

Next Post

সব অপরাধ কি তাহলে দরিদ্ররাই করছে?

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের সাথে সাক্ষাৎস্থলে অনেকক্ষণ থাকলাম। থাকলাম শুধু বন্দী এবং তাদের আত্মীয় স্বজনদের দেখার জন্য। প্রায় ঘণ্টাখানেক পর্যবেক্ষণ করলাম। এই ঘণ্টাখানেক সময়ে একজন সাক্ষাৎকারীও পেলাম না যে আমার চেয়ে “ধনাড্য” (হাবভাবে) হতে পারে। মানে দেখে সবাইকে খুব ছা পোষা মনে হল, একেবারে সমাজের তলানীর মানুষ। এটা দেখে মনে […]