Headlines

রবীন্দ্রনাথের গান: জীবনমরণের সীমানা ছাড়ায়ে …

রবীন্দ্রনাথ

জীবনমরণের সীমানা ছাড়ায়ে,

বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ॥

এ মোর হৃদয়ের বিজন আকাশে

তোমার মহাসন আলোতে ঢাকা সে,

গভীর কী আশায় নিবিড় পুলকে

তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে ॥

নীরব নিশি তব চরণ নিছায়ে

আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।

আজি এ কোন্‌ গান নিখিল প্লাবিয়া

তোমার বীণা হতে আসিল নাবিয়া!

ভুবন মিলে যায় সুরের রণনে,

গানের বেদনায় যাই যে হারায়ে ॥

তোমায়          গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ

                   ওগো ঘুম-ভাঙানিয়া

          বুকে    চমক দিয়ে তাই তো ডাক’

                        ওগো    দুখজাগানিয়া ॥

          এল    আঁধার ঘিরে,    পাখি    এল নীড়ে,

                        তরী এল তীরে

     শুধু    আমার হিয়া বিরাম পায় নাকো

                        ওগো    দুখজাগানিয়া ॥

          আমার    কাজের মাঝে মাঝে

     কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে।

          আমার    পরশ ক’রে    প্রাণ    সুধায় ভ’রে

                             তুমি    যাও যে সরে–

     বুঝি    আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক

                             ওগো    দুখজাগানিয়া ॥

https://youtu.be/m0mO4zjz2XA