ইয়াবা ব্যবসায়ী পুলিশের এএসআই সোহরাওয়ার্দী আলম রুবেল

follow-upnews
0 0

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাওয়ার্দী আলম রুবেলের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে থাকা ৫ হাজার ও বাসায় তল্লাশি করে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে পুলিশের এএসআই সোহরাওয়ার্দী রুবেলের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে সম্প্রতি এএসআই সোহরাওয়ার্দী রুবেল একজন নারীকে আটকে রেখে প্রায় ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছিলেন। তাঁর স্বজনরাও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তিনি বিভিন্ন লোককে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন বলে তথ্য বেরিয়ে আসছে।

জানা যায়, পুলিশের এএসআই সোহরাওয়ার্দী রুবেল নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত থাকা অবস্থায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকলেও এলাকার লোকজন জানার পরও কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস পায়নি। বন্দর থানা থেকে বদলী হয়ে কিছুদিন আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন তিনি।

রুবেল মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এমন অভিযোগে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাঁর বন্দরের ফ্ল্যাট থেকে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরে থানার ভেতর তাঁর দেহ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এএসআই রুবেলের বন্দরের ফ্ল্যাটের কেয়ারটেকার জিয়াউল জানান, প্রায় সময় এএসআই রুবেল বিভিন্ন ধরনের লোকজনকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক করে এনে ফ্ল্যাটে রাখতেন। ওনাকে জিজ্ঞেস করলে কিছুই বলতেন না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সদর থানায় তাঁর ব্যাগ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এমনকি তার বাসা থেকেও ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সিনিয়ার অফিসারদের সঙ্গেও আলোচনা চলছে।


সোহরাওয়ার্দী রুবেল

Next Post

ধর্ষণের অভিযোগে কদমতলীর সাদ্দাম মার্কেট মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলাউদ্দিন গ্রেপ্তার

ঢাকার কদমতলী থানা এলাকায় নয় বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। কদমতলী থানার ওসি আব্দুল জলিল জানান, গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন (৩৯) কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই মাদ্রাসার অধ্যক্ষ। “ধর্ষণের পর ওই শিক্ষক শিশুটিকে ভয় দেখিয়ে বলেছিল, কাউকে কিছু বললে পাগল হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরবে।” […]