পুরুষ জানে না জীবনের মানে

follow-upnews
0 0

প্রতিটি মুহূর্তই জীবন। প্রকাশিত অপ্রকাশিত সকল সম্পর্ক পূর্ণাঙ্গ জীবনেরই খণ্ডিত অংশ।

আমরা হার মানি শেষ পর্যন্ত, অহেতুক হিসেব নিকেষ বেঁধে রাখে। অবশেষে শুধু বেদনা বাড়ে।

নারী জানে ভালোবাসাতে তবু কিছু সুখ মেলে। পুরুষ জানে না জীবনের মানে।

আধিপত্য জীবন নয়, স্বেচ্ছা পরাজয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে বিজয়ের সকল সুখ।

তোমার মনের মানুষ যদি কারো ভালোবাসা পেয়ে তৃপ্ত হয় তাতে তুমি কষ্ট পাবে কেন, প্রিয়?

পাহাড়ের গায় খোদাই করে লিখে রেখেছি–

মানুষ একদিন ভালোবাসতে শিখবে ঠিক,

সভ্যতার সে যুগের তরে তোমার কিছু কীর্তি যেন থাকে।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

অন্তর্গত জীবন

এ পৃথিবীর সাথে অস্পষ্ট কিছু বিভেদ আছে আমার। এক বেমানান বিত্রস্থ জীবন। মাঝে মাঝে তবু কিছু স্বপ্নে অবগাহন। অন্তর্গত মহান কিছু বেদনা আছে, সেগুলো সম্পদ জানি— তবু তা হারিয়ে যাচ্ছে আমার স্বভাববিরুদ্ধ সুখ অন্বেষণে। দিব্যেন্দু দ্বীপ, ঢাকা
মারিয়া Maria