অন্তর্গত জীবন

follow-upnews
0 0

এ পৃথিবীর সাথে অস্পষ্ট কিছু

বিভেদ আছে আমার।

এক বেমানান বিত্রস্থ জীবন।

মাঝে মাঝে তবু কিছু স্বপ্নে অবগাহন।

অন্তর্গত মহান কিছু বেদনা আছে,

সেগুলো সম্পদ জানি—

তবু তা হারিয়ে যাচ্ছে

আমার স্বভাববিরুদ্ধ সুখ অন্বেষণে।


দিব্যেন্দু দ্বীপ, ঢাকা

Next Post

অকারণে কোনো কিছুই ঘটে না

    অকারণে কোনো কিছু ঘটে না। বোনের অপমানের প্রতিশোধে রাবণ হরণ করল সীতাকে; শস্যলক্ষ্মী সীতার স্পর্শে লঙ্কা হল উর্বরা। অকারণে কোনোকিছু ঘটে না। প্রত্যেকবার প্রেমে পড়ে আমি শিখেছি কত কিছু নতুন করে, এসব কিছুই জানতেন না পীথাগোরাস। অকারণে কোনো কিছুই ঘটে না। ইতিবাচক কারণ থাকে। প্রত্যেকবার চাকরি ছেড়ে আমি […]
অনুপম মসনী