অকারণে কোনো কিছুই ঘটে না

follow-upnews
0 0

 

 

অকারণে কোনো কিছু ঘটে না।

বোনের অপমানের প্রতিশোধে রাবণ হরণ করল সীতাকে;

শস্যলক্ষ্মী সীতার স্পর্শে লঙ্কা হল উর্বরা।

অকারণে কোনোকিছু ঘটে না।

প্রত্যেকবার প্রেমে পড়ে আমি শিখেছি কত কিছু নতুন করে,

এসব কিছুই জানতেন না পীথাগোরাস।

অকারণে কোনো কিছুই ঘটে না।

ইতিবাচক কারণ থাকে।

প্রত্যেকবার চাকরি ছেড়ে আমি বুঝতে পেরেছি,

ভুল করেছি চাকরি না করে।

না ছাড়লে বুঝতাম না, ধরে রাখা উচিৎ ছিল।

সব ঘটনাই শেখায় নতুন কিছু।

নব্বইয়ে আমি জন্মেছিলাম গণতন্ত্রকে সাথে নিয়ে।

আমাকেও তাই বসতে হবে সংসদ অধিবেশনে।

আমাকে বলতে হবে,

” ইদানিং দুঃস্বপ্ন দেখে মানুষের ঘুম ভেঙ্গে যায়”

আমাকে বলতে হবে,

” মাননীয় স্পীকার, এবার স্বপ্নের আবাদ করা দরকার”

অকারণে কোনো কিছু ঘটে না।

মানুষ দুঃস্বপ্ন দেখে ভয়ে আঁতকে ওঠে মাঝরাতে।

এবার তারা সুখস্বপ্নের পূজা করতে শিখবে!

অকারণে কোনো কিছুই ঘটে না।

আমার হাত দেখে জ্যোতিষী বলেছিল,

আমার নাকি মুক্তা ধারণ করা উচিৎ।

আরও বলেছিল, নীল রং নাকি আমার জন্য সৌভাগ্য এনে দেবে!

জ্যোতিষশাস্ত্র উদ্ভাবিত না হলে জানা যেত না

ঝিনুক কেন মুক্তা ধরে!

জানা যেত না শরতের আকাশ নীল হবার কারণ।

অকারণে কোনো কিছু ঘটে না।

রাতগুলোকে জাগিয়ে না রাখলে প্রতিটারাত ঘুমিয়ে যেত।

রাতের সাথে জেগে না থাকলে

নিদ্রাহীনতার কারণ জানা হত না।

সব কিছুই কারণে ঘটে। অকারণে কোনো কিছুই ঘটে না।

 

 

Next Post

উল্টোপথে আসায় আবার ধরা হয়েছে সমবায় সচিব মাফরুহা সুলতানার গাড়ি

উল্টোপথে গাড়ি নিয়ে এসে পুলিশের হাতে ধরা পড়ার পরদিন একই কাজ করলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা। সোমবার সন্ধ্যায় শেরাটন হোটেলের দিক থেকে উল্টোপথে এসে বাংলামটর মোড়ে পৌঁছানোর কিছুটা আগে তার গাড়ি আটকায় ট্রাফিক পুলিশ। এদিন উল্টোপথে আসা পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তার গাড়িও আটকানো হয়। […]
BDSecretary