ধর্মটাকে পাল্টে দিল

follow-upnews
0 0


সেরা উপন্যাসটা কখনো প্রকাশিতই হয়নি,
পাণ্ডুলিপি হয়ে হারিয়ে রয়েছে কালের অতলে।


তোমরা জানো কি
সেরা মানুষগুলো
অপ্রস্তুত হয়ে হারিয়ে গেছে অকালে?


এক দস্যু ছিল মহাকালে, মহাকাশে;
স্বর্গ হতে পৃথিবীটাকে ছিনিয়ে নিল,
নিজের নাম রটিয়ে দিয়ে ধর্মটাকে পাল্টে দিল।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

শাহরিয়ার কবির: লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচ্চিত্র নির্মাতা

শাহরিয়ার কবির, একজন কলম সৈনিক, এবং তিনি রাজপথেরও সৈনিক। খ্যাতিনামা লেখক, সাংবাদিক, ডকুমেন্টরী চলচ্চিত্র নির্মাতা, পাশাপাশি স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে আছেন দীর্ঘদিন ধরে। ১৯৫০ খ্রীস্টাব্দের ২০ নভেম্বর তিনি ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি একজন শিশুসাহিত্যিক, পাশপাশি মুক্তিযুদ্ধের উপর তাঁর গুরুত্বপূর্ণ বই রয়েছে। তাঁর নির্মিত প্রামাণ্যচিত্রের মধ্যে জিহাদের প্রতিকৃতি অন্যতম। […]