শাহরিয়ার কবির: লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচ্চিত্র নির্মাতা

follow-upnews
0 0

1

শাহরিয়ার কবির, একজন কলম সৈনিক, এবং তিনি রাজপথেরও সৈনিক। খ্যাতিনামা লেখক, সাংবাদিক, ডকুমেন্টরী চলচ্চিত্র নির্মাতা, পাশাপাশি স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে আছেন দীর্ঘদিন ধরে।

১৯৫০ খ্রীস্টাব্দের ২০ নভেম্বর তিনি ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি একজন শিশুসাহিত্যিক, পাশপাশি মুক্তিযুদ্ধের উপর তাঁর গুরুত্বপূর্ণ বই রয়েছে। তাঁর নির্মিত প্রামাণ্যচিত্রের মধ্যে জিহাদের প্রতিকৃতি অন্যতম। তিনি মূলত ১৯৯২ সাল থেকে তিনি স্বাধীনতা যুদ্ধের বিপক্ষ শক্তির বিরূদ্ধে কাজ করে চলেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করে শাহরিয়ার কবির ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সাল পর্যন্ত নির্বাহী সম্পাদক পদে থাকেন। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এর সাথে যুক্ত আছেন। শাহরিয়ার কবির বলেনঃ“ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ধ্বংস করা যায় না। বাংলাদেশে অধিকাংশ সময় নেতৃত্ব দিয়েছে ৭১’র পরাজিত শক্তি। তারা মুক্তিযুদ্ধের সব কিছু ধ্বংস করতে চেয়েছে কিন্তু পারেনি। তিনি বলেন, দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়।

লেখকের গ্রন্থতালিকা:

  • পুবের সূর্য
  • হারিয়ে যাওয়ার ঠিকানা
  • নুলিয়াছড়ির সোনার পাহাড় (১৯৭৬)
  • একাত্তরের যীশু
  • আবুদের অডভেঞ্চার
  • কমরেড মাও সেতুঙ
  • জনৈক প্রতারকের কাহিনী
  • ওদের জানিয়ে দাও
  • সীমান্তে সংঘাত
  • নিকোলাস রোজারিওর ছেলেরা
  • আনোয়ার হোজার স্মৃতি: রাষ্ট্রনায়কদের সঙ্গে
  • হানাবাড়ির রহস্য
  • মওলানা ভাসানী
  • মিছিলের একজন
  • পাথারিয়ার খনি রহস্য
  • মহা বিপদ সংকেত
  • নিশির ডাক
  • পাথারিয়ার খনি রহস্য
  • বার্চবনে ঝড়
  • ক্রান্তিকালের মানুষ
  • বিরূদ্ধ স্রোতের যাত্রী
  • রাজপ্রাসাদে ষড়যন্ত্র
  • রত্নেশ্বরীর কালো ছায়া
  • কয়েকটি রাজনৈতিক প্রতিবেদন ও সাক্ষাৎকার
  • কার্পথিয়ানের কালো গোলাপ
  • বহুরূপী
  • অন্যরকম আটদিন
  • চীনা ভূতের গল্প
  • অনীকের জন্য ভালবাসা
  • বাংলাদেশের সাম্প্রদায়িকতার চালচিত্র
  • গণআদালতের পটভূমি
  • একাত্তরের পথের ধারে
  • লুসাই পাহাড়ের শয়তান
  • ব্যভারিয়ার রহস্যময় দূর্গ
  • সাধু গ্রেগরীর দিনগুলি
  • আলোর পাখিরা
  • বাংলাদেশের মৌলবাদ ও সংখ্যালঘু সম্প্রদায়
  • হাত বাড়ালেই বন্ধু
  • জাহানারা ইমামের শেষ দিনগুলি
  • ঘাতকের সন্ধানে
  • নিশির ডাক
  • মরু শয়তান
  • অপহরণ
  • দক্ষিণ এশিয়ার মৌলবাদ প্রসংগ বাংলাদেশ
  • পাকিস্তান থেকে ফিরে
  • বাংলাদেশে জঙ্গী মৌলবাদ
  • বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা
  • বাংলাদেশের আমরা এবং ওরা
  • ভয়ঙ্করের মুখোমুখি
  • মুক্তিযুদ্ধের বৃত্তবন্দি ইতিহাসে
  • মৌলবাদ ও যুদ্ধাপরাধ
  • যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াতের অপরাজনীতি
  • যুদ্ধাপরাধীর বিচার :পক্ষ ও বিপক্ষ
  • সেক্টর কমান্ডাররা বলছেনমুক্তিযুদ্ধের স্বরণীয় ঘটনা
  • কাশ্মীরের আকাশে মৌলবাদের কালো মেঘ
  • অবরুদ্ধ স্বদেশ থেকে প্যারোলে ইউরোপে
Next Post

রাজশাহী শিক্ষককে হত্যার দায় স্বীকার আইএস

বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট। কিছু সময় আগে জঙ্গী সংগঠনগুলোর তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট এস আই টি ই (সাইট) -এ এক টুইটার বার্তায় বলা হয় – ইসলামিক স্টেট এই হত্যাকান্ডের দায় স্বীকার করেছে বলে তাদের বার্তা সংস্থা এ্যামাক খবর দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের […]