পরমেশ্বর // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

বন্দী ঈশ্বরের আভাস পেয়ে

হেঁটেছি তোমারর পিছে পিছে।

বিমুখ হইনি,

অনুগত ঈশ্বরকে ঘুম পাড়িয়ে

তুমি গেড়ুয়া বসন খুলেছ মাত্র।

ষাষ্টাঙ্গে এখন তুমি ধ্যানমগ্ন,

ফুল-বেলপাতা, ধুপ ধুনোর সুঘ্রাণ,

মোমবাতি প্রজ্বলিত–

আধো আলো আধো ছায়াতে

তোমার নগ্ন নিথর দেহ প্রকম্পিত।

হঠাৎ মোহাচ্ছন্ন নীরব নিনাদ

রাত নৈঃশব্দ্য ভেঙ্গে চৌচির করে

জাগিয়ে তুলেছে তোমার আমার পরমেশ্বর।

Next Post

সংখাটি ১১ দ্বারা বিভাজ্য কিনা বুঝবেন যেভাবে

কোনো সংখ্যা ১১ দিয়ে বিভাজ্য কিনা, তা বোঝার সহজ একটি উপায় আছে। বিজোড় অবস্থানে থাকা অংকগুলোর যোগফল এবং জোড় অবস্থানে থাকা অংকগুলোর যোগফলের ব্যবধান যদি ১১ অথবা ০ হয় শুধুমাত্র তবেই সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য হতে পারে। যেমন : ২৩৪৮৫ সংখাটিতে- ২+৪+৫ = ১১ ৩+৮ = ১১ ১১-১১ = ০ […]