সংখাটি ১১ দ্বারা বিভাজ্য কিনা বুঝবেন যেভাবে

follow-upnews
0 0

index


কোনো সংখ্যা ১১ দিয়ে বিভাজ্য কিনা, তা বোঝার সহজ একটি উপায় আছে। বিজোড় অবস্থানে থাকা অংকগুলোর যোগফল এবং জোড় অবস্থানে থাকা অংকগুলোর যোগফলের ব্যবধান যদি ১১ অথবা ০ হয় শুধুমাত্র তবেই সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য হতে পারে।

যেমন : ২৩৪৮৫ সংখাটিতে-
২+৪+৫ = ১১
৩+৮ = ১১
১১-১১ = ০
অতএব সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য।

৬০৮৫২ সংখ্যাটিতে-
৬+৮+২ = ১৬
০+৫ = ৫
১৬-৫ = ১১
অতএব সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য।

Next Post

GRE ভোকাবুলারি

ভালোভাবে প্রস্তুতি নিয়ে GRE পরীক্ষায় যারা বসতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আছে। “ম্যাগাজিন অক্টোপাস”-এর একটি টিম সবসময় GRE পরীক্ষার বর্তমান ট্রেন্ড এবং প্রশ্নপত্রের উপর খোঁজখবর রাখছে। প্রায় প্রতিদিনই আপনাদের জন্য লেসন তৈরি করে দেও্রয়া হবে। আজকে একটি লেসন দেওয়া হল। মার্চ-২০১৫ থেকে আগস্ট-২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত GRE পরীক্ষার প্রশ্নপত্র গবেষণা […]