প্রেমের কবিতা ।। দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

 

সময়ের ঘোরে অাটকা পড়ে মানুষের শুধু বয়স বাড়ে।

রোজইতো একই রূপ—আজ নয় কাল,

এভাবে নয় ওভাবে, এখানে নয় অন্যখানে।

জীবন অাটকা পড়েছে হিসেবের ফাঁদে।

এবার তুমি বিচল হও,

প্রায়শ্চিত্য করো দ্বিধাদ্বন্দ্বের কষ্ট যতো।

হয় না কি আমার মতো তোমারও বিচরণ এমন?

নৈরাজ্য ছেড়ে নীরবে আমরা বন্দী থাকি কিছুক্ষণ

তোমাতে আমাতে পরস্পরে সফল হয়ে—

যেখানে অতল হতে উন্মীলিত হয় রাশি রাশি সুধাকর,

মুছে দেয় গ্লানি, সয়ে যায় সব শ্রান্তি তোমার এমন সুখের আকরে।

উসুল হয় দিগুণ কল্পিত নিন্দা যত করেছে ওরা সকলে।


দিব্যেন্দু দ্বীপ, সাহিত্যিক, সাংবাদিক কুড়েঘর

Next Post

“ওরা আমার বেডরুমে ক্যামেরা রেখেছিল”

আমি তিরিশের কোঠায় পা ফেলা একটা মানুষ। শিশু, বালিকা, তরুণী অথবা মহিলা— ঠিক জানি না।শারীরিক গঠন একটা মেয়ে মানুষের— আর এটা আমার এদেশে জন্ম নেবার আজন্ম পাপ। আমাকে আমার আব্বা একটুও পছন্দ করেন না, যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে তিনি সবসময় আমার মৃত্যু কামনা করেন। ২০০৪ সালে একবার কীটনাশকের বোতল […]
বেডরুমে ক্যামেরা