Headlines

“মৃত্যুকে বিরহ ভেবে ভুল হয়” কাব্যগ্রন্থ থেকে

Shahida Sultana

কে যাবে, কে যাবে না সেটি ভিন্ন প্রশ্ন
তবু কেউ চলে গেলে কষ্ট হয়।

কেউ চলে গেলে অত:পর
আমরা বিদীর্ণ করি
আমাদের দীর্ঘ সযত্ন রচনা,
ভেঙে দিই ছায়ার সংযোগ,
মুছে যাই প্রিয় সরগম,
ছিঁড়ে ফেলি পুরনো পঞ্জিকা
আবর্জনার ঝুড়িতে
গুজে দিই স্মৃতিময় বিনুনির কাঁটা।

এগুলো দোষের কিছু নয়,
স্বস্তি প্রত্যাশায়
প্রত্যেকের ব্যক্তিগত অধিকার!

অন্ধকার নামলেই
হয়তো তলিয়ে যাব
বিস্মৃত পানামে চোরাগলি ফাঁদে!


শাহিদা সুলতানা    শাহিদা সুলতানা