অন্তর্দহনের গান // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

পাথরেরও কান্না আছে,

গোপন শিরায় শিরায় দুঃখ আছে,

জানে না মানুষ,

জানো না প্রিয়তা তুমিও

মাইকেল এঞ্জেলো জানে,

জানে এমন এক কবি।  

মৃত্যু এসে গুণগুণ করে

আমার কানে কানে,

মৃত্যু এসে দাবি করে

তার শ্রেষ্ঠত্ব,

নির্ভিক করে আমাকে 

ভালোবাসতে চায় করুণ মৃত্যু!

জীবনের চেয়ে নাকি মহৎ,

জীবনের চেয়ে নাকি বিশাল সে,

মৃত্যুই নাকি একমাত্র ঈশ্বর!

আমি মানি না,

আমি বিশ্বাস করি না

আমি জানি

মাথার উপর বিশাল একটা আকাশ আছে,

যে কারো জন্য এটা শুধুই শূন্যতা

এক সময় যার জন্য আমি যুদ্ধ করতাম,

আজকে আমি সমর্পিত হই,

আমি এখন এটা না করে পারি না

হয়ত পৃথিবীর অভ্যন্তরেও

এতটা কষ্ট বাসা বাধে না,

গলিত লাভা বেরিয়ে আসে ক্ষোভে

আমারও কি এমন চিৎকার দিতে ইচ্ছে করে না?


দিব্যেন্দু দ্বীপ Dibbendu Dwip

Next Post

বিজ্ঞান ক্লাসে সৃষ্টিতত্ত্ব পড়ানোয় মোবাইল কোর্টে দুই শিক্ষককে সাজা দিয়েছিল ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, আদালতও একজনকে সাজা দেয়!!

ঘটনাটি ঘটেছিল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুলের বিজ্ঞান শিক্ষক অশোখ কুমার ঘোষাল ক্লাসে সৃষ্টিতত্ত্ব পড়াতে গেলে জন্ম নেয় অপ্রিতীকর এ ঘটনাটি। এক বা দুজন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে অভিভাবকরা একত্রিত হয়ে স্কুলটিতে আক্রমণ করে, যাতে সেদিন অশোখ কুমার ঘোষাল এবং প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলী অবরুদ্ধ হয়ে […]
মিথ্যা অভিযোগে অভিযুক্ত হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের দুজন শিক্ষক।