দুঃখ যদি না পাবে তো // রবীন্দ্রনাথ ঠাকুর

follow-upnews
0 0

দুঃখ যদি না পাবে তো
দুঃখ তোমার ঘুচবে কবে?
বিষকে বিষের দাহ দিয়ে
দহন করে মারতে হবে।
জ্বলতে দে তোর আগুনটারে,
ভয় কিছু না করিস তারে,
ছাই হয়ে সে নিভবে যখন
জ্বলবে না আর কভু তবে।
এড়িয়ে তাঁরে পালাস না রে
ধরা দিতে হোস না কাতর।
দীর্ঘ পথে ছুটে কেবল
দীর্ঘ করিস দুঃখটা তোর
মরতে মরতে মরণটারে
শেষ করে দে একেবারে,
তার পরে সেই জীবন এসে
আপন আসন আপনি লবে।

Next Post

ভর্তুকি দিয়ে চিনির দাম কি আদৌ কমিয়ে রাখা উচিৎ?

পৃথিবীতে শীর্ষ পাঁচটি চিনি রপ্তানিকারক দেশ হচ্ছে— ব্রাজিল, ভারত, থাইল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স। মোট চিনি রপ্তানির ৩৬ থেকে ৪০ শতাংশ রপ্তানি করে ব্রাজিল। ভারত রপ্তানি করে ১৫ থেকে ১৮%। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত হওয়ায় এবং ভারত একটি চিনি রপ্তানিকারক দেশ হওয়ায় ভারতের সাথে বাংলাদেশের চিনির বাজারমূল্যে খুব বেশি পার্থক্য হওয়ার […]
চিনির তুলনামূলক দাম