প্রিয়তম,
ওরা যখন তোমায় পায়,
আমি থাকি দূর পাহাড়ের গায়।
ওরা যখন তোমার কাছে আসে,
ভালবাসে, অনিবার্য আবদারে হাসে;
আমি তখন দুঃখ দেখি পাতায়,
আমি দুঃখ দেখি হংসরাজের ছায়ায়,
আমি তখন দুঃখ দেখি একলা দুর্বাঘাসে।
প্রিয়তম,
আকাশও তোমায় ছোঁয়
আমার ঘাড়ে চেপে।
আমি শুধু পাই না তোমায়।
প্রিয়তম,
সদ্য এঁকেছে কে যেন ভালবাসার দাগ
তোমার দুগালে,
প্রিয়তম, সত্যি তুমি চলে যাচ্ছ আমায় ফেলে!
প্রিয়তম,
মেঘেরাও ঠিক ভোলে,
ভেসে চলে যায় ওরা পৃথিবীরে ফেলে,
ওদের দেশে, কাকে যেন ভালবেসে।
তুমি আসো না, ভালবাসো না।
প্রিয়তম,
সে আমায় ভুলিয়ে রাখে নিঁখুত ছলনায়।
বুঝি, তবু ভালবাসি।
অবুঝের মতো ভালবাসি।
ভালবাসি বলে তোমাকে ভালবাসি।