Headlines

হতদরিদ্রের নেতা // তরুণ কান্তি ঘোষ

তরুণ কান্তি ঘোষ

হতদরিদ্রের তরে যে করে ভাবনা, সয় যাতনা,

সয় না হানা, দুর্জনের মানা;

পরহিতে দেয় প্রাণ, দীনহীনে দয়াবান-

আপন সুখের কথা না আনে মনে,

নয় তাঁরে স্মরি শুধু ক্ষণে ক্ষণে;

অনন্ত সাধনে অচ্যুত আরাধনে

স্মরি তাঁরে হৃদয়-গহনে!

সকল ধ্যানে সকল গানে বরি বারে বারে

সেবার ভুবনে-

তাঁরি চরণচিহ্ন ধরি দিবা-বিভাবরী

চলি অাঁধারের পথে

আলোর নয়নে;

সত্য সন্ধানে সুদূর বন্দনে-

ভুলি সকলি কণ্টক দলি

বাঁধি হৃদিকোণে অক্ষয় বাঁধনে।।

 

হও যদি দয়ার দেবতা, জনদরদী নেতা,

আমরণ অজেয়, অক্ষয় দৃঢ়চেতা-

বাঁচাও তারে, যে অাছে অর্থহীনা;

করুণ নয়না, বিবস্ত্র বসনা!

নয় বিলম্ব আর, কল্যাণ করো তার-

কমাও কষ্ট, পুরাও প্রার্থনা।।


তরুণ কান্তি ঘোষ

কবি

অবসরপ্রাপ্ত শিক্ষক