হতদরিদ্রের নেতা // তরুণ কান্তি ঘোষ

follow-upnews
0 0

হতদরিদ্রের তরে যে করে ভাবনা, সয় যাতনা,

সয় না হানা, দুর্জনের মানা;

পরহিতে দেয় প্রাণ, দীনহীনে দয়াবান-

আপন সুখের কথা না আনে মনে,

নয় তাঁরে স্মরি শুধু ক্ষণে ক্ষণে;

অনন্ত সাধনে অচ্যুত আরাধনে

স্মরি তাঁরে হৃদয়-গহনে!

সকল ধ্যানে সকল গানে বরি বারে বারে

সেবার ভুবনে-

তাঁরি চরণচিহ্ন ধরি দিবা-বিভাবরী

চলি অাঁধারের পথে

আলোর নয়নে;

সত্য সন্ধানে সুদূর বন্দনে-

ভুলি সকলি কণ্টক দলি

বাঁধি হৃদিকোণে অক্ষয় বাঁধনে।।

 

হও যদি দয়ার দেবতা, জনদরদী নেতা,

আমরণ অজেয়, অক্ষয় দৃঢ়চেতা-

বাঁচাও তারে, যে অাছে অর্থহীনা;

করুণ নয়না, বিবস্ত্র বসনা!

নয় বিলম্ব আর, কল্যাণ করো তার-

কমাও কষ্ট, পুরাও প্রার্থনা।।


তরুণ কান্তি ঘোষ

কবি

অবসরপ্রাপ্ত শিক্ষক

Next Post

পাকিস্তানের সেনা কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় মিয়ানমারের সেনাবাহিনী গণহত্যা চালানোর সাহস দেখাচ্ছে

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা ও ধর্ষণের দায়ে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের শাস্তি না হওয়ায় বাংলাদেশে তাদের দোসরদের যুদ্ধাপরাধের বিচার নিয়ে দেশটি নাক গলানোর মতো ঔদ্ধত্য দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন একটি আলোচনা সভার বক্তারা। এমনকি পাকিস্তানের সেনা কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এখন মিয়ানমারের রাখাইন রাজ্যেও দেশটির সেনাবাহিনী গণহত্যা চালানোর সাহস […]
গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ