Headlines

প্রিয়তম, আমায় ভুলিয়ে রেখ না শুধু

প্রিয়তম,
যাবে আমার সাথে অনেক দূরে?
অবিরত নিশ্চল হয়ে
আমরা ঠিক পৌঁছে যাব লক্ষ্যে,
যেখানে তুমি আমি দুজনই জয়ী।
প্রিয়তম,
দু’একটি রাত ছিন্ন করে
তুমি কি গড়তে পারো
মাত্র একটি সেসব দিন?
তুমি কি নিতে পারো আমায়
সাগর যেমন প্রলয় হয়ে
কখনো ভাসিয়ে নিয়ে যায়
বাঁচিয়ে রাখে নির্জন দ্বীপে
এভাবেই হয়ত সে ভালোবেসে?


দিব্যেন্দু দ্বীপ