শুভ দত্ত সৌরভ, তালা, সাতক্ষীরা
২৪শে আগষ্ট ২০১৮ শুক্রবার সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ১৩০ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ২০১৪ ব্যাজের শিক্ষার্থীরা ঈদ পূর্নমিলনীর আয়োজন করেন। উক্ত পূর্নমিলনী তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আড্ডা, নাচ, গান, কৌতুক এর মাধ্যমে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে ১ম পর্ব শেষ হয়। তারপর মধ্যাহ্ন ভোজের ২য় পর্বে একটি প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে পুর্নমিলনী সমাপ্ত হয়। ২০১৪ ব্যাজের ছাত্র তন্ময় দে এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আজকের দিনটি আমাদের আবেগের জায়গায় ফিরে যাওয়ার দিন ছিল। অনেক ভালো খারাপ মূহূর্ত এই স্কুল কে ঘিরে। তিনি সকল শিক্ষকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন আজকের পূর্নমিলনী সফল ও সার্থক করার জন্য তিনি ২০১৪ ব্যাজের সকল ছাত্রদের অভিনন্দন জানান। প্রতিবছর পূর্নমিলনী আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক এসএসসি ২০১৪ ব্যাচের সকল ছাত্রদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। প্রসঙ্গত তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৮৮ সালে। তখন বিদ্যালয় টির নাম ছিল তালা বি.দে ইনষ্টিটিউশন। আর ১৯৮৮ সালে সরকারি করন হয় তার পর বিদ্যালয়টির নাম হয় তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়। এটি হল ১৩০ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।