https://www.facebook.com/sultanmirzabd1/videos/831891800492791/?t=2
“জামায়াত যাতে সরকারি চাকরিতে আসতে না পারে এজন্য আইন করতে হবে”
-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক
“আওয়ামী লীগের মধ্যে যাতে জামাতিরা ঢুকতে না পারে এজন্য আওয়ামী লীগের হাই কমান্ডকে কাজ করতে হবে।”
-শাহরিয়ার কবির, সভাপতি, ঘাতক দালাল নির্মূল কমিটি
“সাম্প্রদায়িক শক্তির সাথে সমজোতা করে বাংলাদেশে উন্নয়ন বলে আর যা বলেন সম্ভব হবে না।”
-অধ্যাপক মুনতাসীর মামুন
“জাতীয় নির্বাচনে ঘাতক দালালদের বাতিল
করে জনগণ সঠিক জবাব দিয়েছেন”
-অধ্যাপক ডা. মামুন আল মাহতাব
আলোচকরা বললেন, এই নির্বাচনের সবচে বড় বিজয় হচ্ছে জামায়াত ও যুদ্ধপরাধী মুক্ত একটি জাতীয় সংসদ। শুধু জামায়াত নয়, আলোচকরা যে কোনো সাম্প্রদায়িক শক্তির সাথে সরকারের সমজোতা বিষয়ে সতর্ক করে দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেছেন, জামায়াতকে শুধু নিষিদ্ধ নয়, তাদের সম্পদও বাজেয়াপ্ত করতে হবে।