অনিল কৃষ্ণ দাস কে রাজাকারেরা পিটিয়ে মেরেছিল বাড়ির পাশে মাঠে

শাখারীকাঠী গণহত্যা

ঘটনাস্থাল: রঘুদত্তকাঠী গ্রাম, বাধাল ইউনিয়ন, কচুয়া উপজেলা, বাগেরহাট জেলা।
সময়: মে/জুন, ১৯৭১

পঙ্কজ দাসের পিতাকে রাজাকারেরা পিটিয়ে মেরেছিল বাড়ির পাশে মাঠে । সেদিন (মে/জুন মাস) পঙ্কজ দাসের পিতা অনিল কৃষ্ণ দাস বাড়ি পাশের মাঠে গিয়েছিলেন গরু আনতে। আশপাশের গ্রাম থেকে রাজাকারেরা এসেছিল গরু কেড়ে নিতে।

গরু ছিনিয়ে নেওয়ার এক পর্যায়ে পঙ্কজ দাসের পিতা অনিল কৃষ্ণ দাস কে পিটিয়ে মারে রাজাকারেরা। ঠেকাতে গিয়ে রাজাকারদের হাতে পঙ্কজ দাসের মাতা বিজলী দাস নির্যাতিত হয়েছিলেন।

পঙ্কজ দাসের মাতা বিজলী বালা দাসের তখন তিন সন্তান, পঙ্কজ দাস এবং তার এক বোনের বয়স তখন পাঁচ বছরেরও কম। পঙ্কজ দাসের পিতা কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষ ছিলেন। স্বামীকে মেরে ফেলার পর বিজলী বালা দাস তিন সন্তান নিয়ে কোনোমতে জীবনধারণ করেছেন। এখনো পরিবারটি বেঁচে আছে কোনোমতে।