ওদের বড়াই // দিব্যেন্দু দ্বীপ

জাতামী আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর জন্য শোক ওগো

বাইয়া বাইয়া পড়ে,

তাই ওরা এখন মুজিব কোর্টের

আরবীয় ভার্সান বানায়ে পরে!

মানুষ এমনই

একদিন না একদিন সে

নিজের ফাঁদে নিজেই পড়ে।

কেমন দেখাচ্ছে?

জাতির পথপ্রদর্শক তো!

নিশ্চয়ই আমাগোরে শেখাচ্ছে।

চশমাটাও দেখছি কালো,

ভালো! ভালো! খুবই ভালো!

একটা উৎসবের আমেজ,

মুচকি হাসি মুখে, নাকি অতি দু:খে?

দেশে শতভাগ ওরা কাদের,

একটু পশ্চিম গেলে

সেজে নেয় কাফের,

আবার বাও বুঝে গোমেজ।

ভীষণ একটা উৎসবের আমেজ! 

এইতো একটা দেশ,

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন

ওদের বড়াইয়ে হচ্ছে শেষ।

গড়তে হলে মানুষের ভূমি,

পেরোতে হবে

আরও অনেক চড়াই উতরাই,

আসবে কি তুমি?

প্রকৃতি-প্রাণ বাঁচাতে চলো

আবার আমরা ন্যায়যুদ্ধে যাই।


লেখক:  সাহিত্যিক ও সাংবাদিক