সাপ্তাহিক টিউটোরিয়াল: নিচের অংকগুলো চাকরির পরিক্ষার্থীদের কাজে লাগবে

১. 10% of 3000 is how much more than 5% of 3000? [৩০০০ এর ২০% ৩০০০ এর ৫% অপেক্ষা কত বেশি]

সমাধান: ১০% × ৩০০০ = ৩০০

এবং ৫% × ৩০০০ = ১৫০

অতএব, পার্থক্য = ৩০০ – ১৫০ = ১৫০

২. Which of the following is equal to 456*(72) + 28*(456)? [নিচের কোনটি ৪৫৬ × (৭২) + ২৮ × (৪৫৬) এর সমান?]
A. 72*(456 + 28)
B. 456*(72 + 28)
C. (456 + 28)*(456 + 28)*(456 + 72)
D. (28 + 456)*(72 + 456)
E. (456 + 456)*(72 + 28)

সমাধান: 456*(72) + 28*(456) = 456*(72) + 456*(28) = 456*(72 + 28)

৩. The numbers 13, 7 and 11 would enjoy the company of which of these numbers: 10, 15, 17, 12, 18? [১৩, ৭ এবং ১১ এর সাথে ১০, ১৫, ১৭, ১২ এবং ১৮ এর মধ্য থেকে যৌক্তিকভাবে কোন সংখ্যাটি নেওয়া যেতে পারে?]
ক. 10               খ. 15               গ. 17                ঘ. 12                  ঙ. 18

সমাধান: ১৩, ৭ এবং ১১ মৌলিক সংখ্যা, অতএব, পরবর্তী সংখ্যাগুচ্ছ থেকে ১৭ নিলে তা প্রাসঙ্গিক হয়।

৪. The total age of A and B is 12 years more than the total age of B and C. C is how many years younger than A? [A এবং B এর মোট বয়স B এবং C এর মোট বয়সের চেয়ে ১২ বছর বেশি। C, A এর তুলনায় কত বছরের ছোট?]
a. 12              b. 24                      c. 26                  d. None of these

সমাধান: age of A+B = B+C+12

or, A = C+12

∴ C, A এর তুলনায় ১২ বছরের ছোট।

৫. একটি লঞ্চ ঘন্টায় ২০ কি মি বেগে চলে ২০ দিনে কোন বন্দরে পৌঁছালো। একটি নৌকা একই স্থান হতে ৩ দিন পর রওনা করে ঘন্টায় ১০ কি. মি. বেগে চললে লঞ্চটি বন্দরে পৌঁছানোর কতদিন পরে নৌকাটি বন্দরে পৌঁছাবে?

সমাধান: ২০ কিমি বেগে ২০ দিনে যায় = ২০*২০*২৪ = ৪০০*২৪ = ৯৬০০ কি.মি.।
১০ কি.মি. বেগে চললে লঞ্চটির ৯৬০০ কি.মি. যেতে সময় লাগবে = ৯৬০০/১০ ঘণ্টা = ৯৬০ ঘণ্টা = ৪০ দিন।
অর্থাৎ একসাথে রওনা হলে নৌকাটি ২০ দিন পরে বন্দরে পৌঁছাতো, যেহেতু ৩ দিন পর রওনা হয়েছে, অর্থাৎ নৌকাটি বন্দরে পৌঁছাবে লঞ্চটি বন্দরে পৌঁছানোর (২০+৩) দিন = ২৩দিন পর।

৬. Six years ago Anita was P times as old as Ben was. If Anita is now 17 years old, how old is Ben now in terms of P? [ছয় বছর আগে অনিতা বেনের চেয়ে P গুণ বড় ছিল। যদি অনিতার বয়স এখন ১৭ বছর হয়, তাহলে বেনের বর্তমান বয়স কত?]

A. 11/P + 6
B. P/11 +6
C. 17 – P/6
D. 17/P
E. 11.5P

সমাধান:
Let Ben’s age is now be B
Anita’s age is now A.
∴ (A – 6) = P(B – 6)
But A is now 17 and therefore

17 – 6 = P(B – 6)
or, 11/P = B-6
or, (11/P) + 6 = B

7. ( √2 – √3 )² =

A. 5 – 2√6
B. 5 – √6
C. 1 – 2√6
D. 1 – √2
E. 1

সমাধান:
Expand as for (a – b)2.
(√2 – √3)(√2 – √3) = 2 – 2(√2 + √3) + 3 = 5 – 2 √6

৮. X এবং Y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?

ক. X +Y + 1             খ. XY               গ. XY + 2            ঘ. X + Y

টিপস্: এ ধরনের অংক করার জন্য নিয়ম মনে রাখার দরকার নেই। রাশির বদলে সংখ্যা বসিয়ে দেখলে অংক দ্রুত হবে।

সমাধান: ধরা যাক, বিজোড় সংখ্যা দুটি X = 1 এবং Y =1
অতএব,
(ক) 1+1+1 = 3, জোড় সংখ্যা নয়|
(খ) 1.1 = 1, জোড় সংখ্যা নয়|
(গ) 1.1+2 = 3, জোড় সংখ্যা নয়|
(ঘ) 1+1 = 2, জোড় সংখ্যা । (উত্তর)