সাপ্তাহিক টিউটোরিয়াল: নিচের অংকগুলো চাকরির পরিক্ষার্থীদের কাজে লাগবে

follow-upnews
0 0

১. 10% of 3000 is how much more than 5% of 3000? [৩০০০ এর ২০% ৩০০০ এর ৫% অপেক্ষা কত বেশি]

সমাধান: ১০% × ৩০০০ = ৩০০

এবং ৫% × ৩০০০ = ১৫০

অতএব, পার্থক্য = ৩০০ – ১৫০ = ১৫০

২. Which of the following is equal to 456*(72) + 28*(456)? [নিচের কোনটি ৪৫৬ × (৭২) + ২৮ × (৪৫৬) এর সমান?]
A. 72*(456 + 28)
B. 456*(72 + 28)
C. (456 + 28)*(456 + 28)*(456 + 72)
D. (28 + 456)*(72 + 456)
E. (456 + 456)*(72 + 28)

সমাধান: 456*(72) + 28*(456) = 456*(72) + 456*(28) = 456*(72 + 28)

৩. The numbers 13, 7 and 11 would enjoy the company of which of these numbers: 10, 15, 17, 12, 18? [১৩, ৭ এবং ১১ এর সাথে ১০, ১৫, ১৭, ১২ এবং ১৮ এর মধ্য থেকে যৌক্তিকভাবে কোন সংখ্যাটি নেওয়া যেতে পারে?]
ক. 10               খ. 15               গ. 17                ঘ. 12                  ঙ. 18

সমাধান: ১৩, ৭ এবং ১১ মৌলিক সংখ্যা, অতএব, পরবর্তী সংখ্যাগুচ্ছ থেকে ১৭ নিলে তা প্রাসঙ্গিক হয়।

৪. The total age of A and B is 12 years more than the total age of B and C. C is how many years younger than A? [A এবং B এর মোট বয়স B এবং C এর মোট বয়সের চেয়ে ১২ বছর বেশি। C, A এর তুলনায় কত বছরের ছোট?]
a. 12              b. 24                      c. 26                  d. None of these

সমাধান: age of A+B = B+C+12

or, A = C+12

∴ C, A এর তুলনায় ১২ বছরের ছোট।

৫. একটি লঞ্চ ঘন্টায় ২০ কি মি বেগে চলে ২০ দিনে কোন বন্দরে পৌঁছালো। একটি নৌকা একই স্থান হতে ৩ দিন পর রওনা করে ঘন্টায় ১০ কি. মি. বেগে চললে লঞ্চটি বন্দরে পৌঁছানোর কতদিন পরে নৌকাটি বন্দরে পৌঁছাবে?

সমাধান: ২০ কিমি বেগে ২০ দিনে যায় = ২০*২০*২৪ = ৪০০*২৪ = ৯৬০০ কি.মি.।
১০ কি.মি. বেগে চললে লঞ্চটির ৯৬০০ কি.মি. যেতে সময় লাগবে = ৯৬০০/১০ ঘণ্টা = ৯৬০ ঘণ্টা = ৪০ দিন।
অর্থাৎ একসাথে রওনা হলে নৌকাটি ২০ দিন পরে বন্দরে পৌঁছাতো, যেহেতু ৩ দিন পর রওনা হয়েছে, অর্থাৎ নৌকাটি বন্দরে পৌঁছাবে লঞ্চটি বন্দরে পৌঁছানোর (২০+৩) দিন = ২৩দিন পর।

৬. Six years ago Anita was P times as old as Ben was. If Anita is now 17 years old, how old is Ben now in terms of P? [ছয় বছর আগে অনিতা বেনের চেয়ে P গুণ বড় ছিল। যদি অনিতার বয়স এখন ১৭ বছর হয়, তাহলে বেনের বর্তমান বয়স কত?]

A. 11/P + 6
B. P/11 +6
C. 17 – P/6
D. 17/P
E. 11.5P

সমাধান:
Let Ben’s age is now be B
Anita’s age is now A.
∴ (A – 6) = P(B – 6)
But A is now 17 and therefore

17 – 6 = P(B – 6)
or, 11/P = B-6
or, (11/P) + 6 = B

7. ( √2 – √3 )² =

A. 5 – 2√6
B. 5 – √6
C. 1 – 2√6
D. 1 – √2
E. 1

সমাধান:
Expand as for (a – b)2.
(√2 – √3)(√2 – √3) = 2 – 2(√2 + √3) + 3 = 5 – 2 √6

৮. X এবং Y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?

ক. X +Y + 1             খ. XY               গ. XY + 2            ঘ. X + Y

টিপস্: এ ধরনের অংক করার জন্য নিয়ম মনে রাখার দরকার নেই। রাশির বদলে সংখ্যা বসিয়ে দেখলে অংক দ্রুত হবে।

সমাধান: ধরা যাক, বিজোড় সংখ্যা দুটি X = 1 এবং Y =1
অতএব,
(ক) 1+1+1 = 3, জোড় সংখ্যা নয়|
(খ) 1.1 = 1, জোড় সংখ্যা নয়|
(গ) 1.1+2 = 3, জোড় সংখ্যা নয়|
(ঘ) 1+1 = 2, জোড় সংখ্যা । (উত্তর)


Next Post

পড়তে পারেন খন্দকার ইব্রাহিম খালেদের লেখা "কিছু স্মৃতি কিছু কথা" বইটি

বইটি আত্মজৈবনিকমূলক হলেও নিজের কথা খুব বেছি নেই। লেখক মূলত তাঁর সময়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, রাজনীতি, নেতৃত্ব, এবং বিশেষত ব্যাংকিং বিষয় তুলে এনেছেন গল্প বলার ঢংএ। শেখাতে চাননি কিছু, তারপরও তিনি বুঝিয়েছেন অনেক কিছু, অনেক ক্ষেত্রে লেখাগুলি ইঙ্গিতপূর্ণ, তবে বিদগ্ধ পাঠকের তা বুঝে নিতে অসুবিধা হয় না। তৎকালীন পল্টন ময়দান, […]

এগুলো পড়তে পারেন