ঘোষণাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজে অবহেলিত কিছু শিশু রয়েছে যাদের আমরা ‘টোকাই’ বলে থাকি। এই ঘোষণাটি আরো পরিস্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে, তাদের আমরা মানুষ মনে করি না, কারণ, ছবিতে দেখা যাচ্ছে- মানুষের প্রবেশে সেখানে বাধা নেই, বাধা টোকাই প্রবেশে।
মানবিকতার কথা বাদ দিলাম, এই ঘোষণার আইনগত ভিত্তি কি?
![](https://follow-upnews.com/wp-content/uploads/2016/03/20160228_220507.jpg)