Headlines

নাগেশ্বরীতে উচ্ছ্বাস’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

mujib


কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বাধীন বাংলার স্থপতি, বাঙালির শ্রেষ্ঠ নায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও আবৃত্তি অনুষ্ঠান ‘কথামালায় মুজিব’ অনুষ্ঠিত হয়েছে। ‘তুমিই জাতির পিতা, তুমিই মুজিব’ স্লোগানকে সমনে রেখে উপজেলার রায়গঞ্জ উনিয়নের সাপখাওয়া এলাকা থেকে বহুল আলোচিত সাহিত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘উচ্ছাস সাহিত্য সুহৃদ’ এর আয়োজনে ও উপজেলা যুগান্তর স্বজন সমাবেশ-এর সৌজন্যে ১৮মার্চ বিকাল ৫টায় সাপখাওয়া বাজারস্ত উচ্ছ্বাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উচ্ছ্বাস-এর সভাপতি বশিউল আলম বাদলের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রকাশক, কবি ও সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়ের প্রাণবন্ত সঞ্চালণায় ‘কথামালায় মুজিব’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত,থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্য নিয়ে বিষদ আলোচনা ও আবৃত্তি করেন উলিপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ইতিহাস গবেষক ও লেখক বীর মুক্তিযোদ্ধা নুর মুহাম্মদ সরকার। বিশেষ অতিথি নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার মতিয়ার রহমান নান্টু, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, কবি ও গীতিকার ইউনুছ আলী প্রমুখ।
এছাড়াও ২য় পর্বে বঙ্গবন্ধুর উপর স্বরচিতসহ অন্যান্য কবিতা আবৃত্তি করেন এশিয়ান টিভি ও সমকালের প্রতিনিধি, কবি ও গল্পকার গোলাম মওলা সিরাজ, রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আ.স.ম আব্দুল্লাহ আলওয়ালিদ মাসুম,্ কন্ঠশিল্পী ও সাংবাদিক শফিকুল ইসলাম শফি, সচেতন যুব পরিষদের সভাপতি রফিকুল ইসলাম রনজু (দাদাভাই), রায়গঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফি, যুগ্ম সাধারণ সম্পাদক-আমিনুর রহমান, কচাকাটার সাহিত্য পত্রিকা ‘প্রতিভা’র সম্পাদক কবি ও সাংবাদিক, মনিরুল ইসলাম মিলন, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও উচ্ছ্বাসের নিবার্হী সম্পাদক-মিজানুর রহমান মিজান, কবি ও ছড়াকার-মাহফুজুর রহমান, লক্ষ্মীকান্ত বর্মন, বিনয় কিশোর নলনী, রাশেদুজ্জামান মানিক, রাশেদুজ্জামান শাওন, আবুল কালাম আজাদ প্রমুখ।