ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, সম্পদের বণ্টন ও গুরুত্ব

১.    বেননেভিস হলো-
ক. একটি উপত্যকা                      খ. একটি পর্বতশৃঙ্গ
গ. একটি নদী                                 ঘ. একটি শহর
২.    ভূপ্রকৃতি অনুযায়ী ইউরোপ মহাদেশকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে                 খ. ৩ ভাগে                   গ. ৪ ভাগে                    ঘ. ৫ ভাগে

বাংলাদেশের পরিবেশ, সম্পদ, চ্যালেঞ্জ

৩.    বাঙ্গালি ও যমুনা নদীর সংযোগ কোথায়-
ক. সুরমা                      খ. সিলেট                   গ. ফেনী            ঘ. বগুড়া
৪.    পানিতে সহনীয় আর্সেনিকের মাত্রা-
ক. ০.১ মি. গ্রাম                          খ. ০.০১ মি.গ্রাম
গ. ০.০০১ মি. গ্রাম                     ঘ. ১.০ মি. গ্রাম

বাংলাদেশ ও বৈশ্বিক পরিবর্তন আবহাওয়া ও জলবায়ু

৫.    বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়-
ক. লালপুর                  খ. লালখান                গ. শ্রীমঙ্গল                    ঘ. নাটোর
৬.    পৃথিবীর চাপ বলয় আছে কয়টি?
ক. ৫টি                   খ. ৬টি                      গ. ১০৪টি                   ঘ. ৭টি
৭.    বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পূর্বশর্ত হলো-
ক. নগরায়ণ                                  খ. শিল্পায়ন
গ. সম্পদের সুষ্ঠু বণ্টন                   ঘ. জনশক্তি রপ্তানি করা

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা

৮.    দক্ষিণ এশিয়াতে ঘূর্ণিঝড়কে বলে-
ক. টর্নেডো       খ. ঝড়                    গ. সাইক্লোন                   ঘ. টর্পেডো
৯.    বাংলাদেশের ভূমিকম্পের অঞ্চলে ভাগ করা হয়েছে-
ক. ২টি                   খ. ৩টি                গ. ৪টি                            ঘ. ৫টি
১০.    আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন-
ক. উঁচু মাঠে                                          খ. বাড়ির উপরে
গ. বন্যা লেভেলের উপর                       ঘ. মাচার উপর

উত্তর: ১. খ          ২. গ            ৩. ঘ              ৪. ক          ৫. খ              ৬. ঘ              ৭. খ                ৮. গ                ৯. খ                 ১০. গ

0