সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম বাংলাদেশ আয়োজিত ফোরামের আহ্বায়ক আশা মনির সভাপতিত্বে, সমন্বয়ক বাচ্চু মিয়া’র সঞ্চালনায় ওই স্মরণসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড শরীফ শমশির, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ)এর কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, বিপ্লবীদের কথা’র সম্পাদক শেখ রফিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপমহাদেশের ঔপনিবেশিক দাসত্ব, পরাধীনতা, সাম্প্রদায়িকতা, শোষণ ও বৈষম্য অবসানের লক্ষ্যে যেসব বিপ্লবীরা আত্মদান করেছেন আমরা তাদের ভুলে যাচ্ছি। বিপ্লবীদের জীবন নিয়ে সিনেমা, নাটক, ব্যবসা হয় কিন্তু তাদের জীবনাদর্শ প্রচার করা হয় না বরং অন্ধকারে রাখা হয়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসী বা ভারতীয় ইতিহাস রচয়িতারা ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, ক্ষুদিরাম এমনকি নেতাজী সুভাষ বসুকেও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। অথচ কেবল গান্ধীর অহিংস নীতির ওপর ভর করে ভারত স্বাধীনতা অর্জন করেনি। এই সংগ্রামের পেছনে ভগৎ সিংয়ের মত বহু বিপ্লবীর আত্মদানের ইতিহাস জড়িত। তাই বক্তরা বলেন আমাদের শেকড় অনুসন্ধানের জন্য ইতিহাসের পুনর্পাঠের জন্য এসব বিপ্লবীদের স্মরণ করা জরুরী।