
অজ্ঞানতার চর্চা এখন রাষ্ট্রীয়ভাবেও হচ্ছে তাহলে!
‘রাষ্ট্রীয়’ শব্দটিতে একটু খটকা লাগতে পারে। কিন্তু নিউজপেপার (বর্তমানে নিউজ পোর্টাল) যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয় তাহলে এটা বলাই যায় যে রাষ্ট্রীয়ভাবে এখন অজ্ঞানতার চর্চা হচ্ছে। না হলে এরকম অবৈজ্ঞানিক/আজগুবি কথাবার্তা কোনো পত্রিকায় ছাপা হতে পারে? কিছুদিন আগে চকবাজারের চুড়িহাট্টায় আগুন লাগলেও ’এনটিভি পোর্টালটি‘ প্রায় একই ধরনের প্রচারণায় নেমে ছিল। যুগান্তর পত্রিকাও সে অপপ্রচারে নেমেছিল।…