
বাবাকে কে ভোলে ।। স্বপন বসু
উনিশ’ একাত্তর সালের ১৭ মে আমার বাবা শহীদ হন। বাসাবাটির করিম মওলানার ছেলে আলী আর রাজমিস্ত্রি কুটি মোল্লা বাবাকে হত্যা করে। পাকিস্তানি বাহিনী ২৫মার্চ ঢাকায় ক্রাকডাউন করলেও বাগেরহাটে প্রথম আসে ২৪ এপ্রিল। এ পর্যন্ত বাগেরহাটের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। সেদিন আমরা শেলের শব্দ শুনে বাড়ি চলে আসি। এর এক ঘণ্টা পরে বাজার বা নাগেরবাজার এলাকায়…