
স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াতকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে // মহিউদ্দিন মোহাম্মদ
“উপদেষ্টা সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে। কারণ— তিনি ‘কথা’ বলেছিলেন, যা সমন্বয়কদের পছন্দ হয় নি। এ ঘটনায় বার্তা দেয়া হলো— মন্ত্রীরা অপছন্দের কথা বলতে পারবেন না। বলতে হবে শুধু পছন্দের কথা। কাজে ব্যর্থ হোক, আপত্তি নেই, কিন্তু কথায় ব্যর্থ হওয়া যাবে না! সরকার যদি মন খুলে কথা বলতে না পারে, যদি ভয় পায়—…