প্রকাশ্যে জঙ্গিবাদের চর্চা করছে ফেসবুকের অনেক গ্রুপ
ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে জঙ্গবাদী মতবাদ ছড়ানো হচ্ছে। সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এখানে এরকম কিছু পেজ এবং গ্রুপ উল্লেখ করা হলো। নমূনা হিসেবে তাদের কিছু কনটেন্ট দেখানো হলো।এরকম একটি গ্রুপ হচ্ছে ‘শিক্ষক জানালা’। গ্রুপের নাম ‘শিক্ষক জানালা’ হলেও প্রায়শই এ গ্রুপ থেকে উগ্রবাদী মতবাদ ছড়ানো হয়। নিচের কয়েকটি পোস্ট দেখলেই বোঝা যাবে…