জায়গার দাবীদার না হয়েও মন্দিরের নামে মামলা ঠুকে দিয়েছেন অশ্বিনী কুমার
খুলনার রায়ের মহলে অবস্থিত রায়ের মহল সার্বজনীন মন্দিরের জায়গা নিয়ে বিপত্তি বাঁধিয়েছে অশ্বিনী সরকার নামে একজন। তিনি সরকারি জায়গা নিজের দাবী করে মামলা ঠুকে দিয়েছেন বলে জানাচ্ছেন মন্দির কমিটির বর্তমান সভাপতি। সভাপতি দেবরঞ্জন সরদার বলেন, মন্দিরের বেশিরভাগ জায়গা সরকার হতে প্রাপ্ত। ৫.৫ শতাংশ জায়গা হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্টের। মূলত সরকার হতে প্রাপ্ত জায়গাই নিজের দাবী…
