ফেসবুক থেকে: “প্রশ্নটা স্বাবলম্বী মেয়েদের জন্য”
১. একসময় দেনমোহরের বিষয়টাকে যেমন শিখেছিলাম, তা ছিলো এমন~ এই রীতি নারীর মর্যাদা, সম্মান ও নিরাপত্তাকে নিশ্চিত করে। না বুঝে তা বিশ্বাসও করতাম আর এখনও স্বাবলম্বী নয় এমন নারীর জন্য তা বিবেচনা করার মতন একটি পন্থা বলে আংশিক কার্যকরী মনেও করি (অবশ্য এটা শুধুই যারা স্বামীর দাসী হওয়ার মনোবৃত্তি পোষণ করে তাদের ক্ষেত্রে, কোনভাবেই যারা…